দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে। আপনি যদি দক্ষিণ আমেরিকার দেশ গুলো সম্পর্কে জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি শুধু মাত্র আপনার জন্য।
সেই সাথে আজকের আর্টিকেলে দক্ষিণ আমেরিকার দেশগুলোর, আয়তন, আইন সভা, জনসংখ্যা, রাষ্ট্র ভাষা সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। সুতরাং সময় ক্ষেপন না করে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।.
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম
দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১২ টি স্বাধীন রাষ্ট্রের নাম গুলো হল-
- আর্জেন্টিনা
- বলিভিয়া
- ব্রাজিল
- চিলি
- কলম্বিয়া
- ইকুয়েডর
- গায়ানা
- প্যারাগুয়ে
- পেরু
- সুরিনাম
- উরুগুয়ে
- ভেনেজুয়েলা
দক্ষিণ আমেরিকা মহাদেশের আংশিক স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রসমূহ-
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
- দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ
অন্য অঞ্চল-
- ফরাসি গায়ানা
- এগুলোই দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম।
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী এবং অন্যান্য তথ্য
আর্জেন্টিনা
- ৯ জুলাই ১৮১৬ সালে স্বাধীনতার ঘোষণা করে এবং ১৮২৪ সালে স্প্যানিশ সাম্রাজ্যের সামরিক পরাজয়ের সাথে সাথে একটি ফেডারেল রাষ্ট্র (১৮৫৩-১৮৬১ সালে) গঠিত হয়েছিল।
- রাষ্টীয় নাম- আর্জেন্টিনীয় প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- বুয়েনোস আইরেস।
- সরকারি ভাষা - নেই। তবে জাতীয় ভাষা হল- স্প্যানিশ।
- মুদ্রার নাম- পেসো।
- আইনসভা – কংগ্রেস।
- আয়তন- ২৭,৮০,৪০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৪০,১১৭,০৯৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাঙ্কো সেন্ট্রাল দে লা রিপাবলিকা আর্জেন্টিনা।
বলিভিয়া
- ৬ আগস্ট ১৮২৫ সালের সালে স্বাধীনতা ঘোষনা করা হয় এবং ২১ জুলাই ১৮৪৭ সালে স্বীকৃতি লাভ করে।
- রাষ্টীয় নাম- বলিভিয়ার বহুজাতিক রাজ্য।
- রাজধানীর নাম- সুক্রে।
- সরকারি ভাষা - স্প্যানিশ।
- মুদ্রার নাম- বলিভিয়ানো।
- আইনসভা - বহুজাতিক আইনসভা।
- আয়তন- ১০,৯৮,৫৮১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১২.৩৯ মিলিয়ন জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক - সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বলিভিয়ার।
ব্রাজিল
- ১৮২২সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল।
- রাজধানীর নাম- ব্রাসিলিয়া।
- সরকারি ভাষা - পর্তুগিজ।
- মুদ্রার নাম- রিয়েল।
- আইনসভা – জাতীয় কংগ্রেস।
- আয়তন- ৮৫,১৫,৭৬৭ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২১৬.৪ মিলিয়ন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ব্রাজিল ।
চিলি
- সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- চিলি প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- সান্তিয়াগো।
- সরকারি ভাষা - স্পেনীয়।
- মুদ্রার নাম- পেসো।
- আইনসভা – জাতীয় কংগ্রেস।
- আয়তন- ৭,৫৬,৯৫০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাঙ্কো সেন্ট্রাল ডি চিলি।
কলম্বিয়া
- ২০ জুলাই ১৮২০ সালে স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- কলম্বিয়া প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- বোগোতা।
- সরকারি ভাষা - স্পানিশ।
- মুদ্রার নাম- পেসো।
- আইনসভা – কংগ্রেস।
- আয়তন- ১১,৪১,৭৪৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫২.০৯ মিলিয়ন জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাঙ্ক অফ দ্য রিপাবলিক।
ইকুয়েডর
- ৯ অক্টোবর ১৮২০ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অফ ইকুয়েডর।
- রাজধানীর নাম- কিতো।
- সরকারি ভাষা - স্প্যানিশ।
- মুদ্রার নাম- মার্কিন ডলার।
- আইনসভা – ন্যাশনাল এসেম্বলি।
- আয়তন- ২,৮৩,৫৬১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১৮.১৯ মিলিয়ন জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইকুয়েডর।
গায়ানা
- ২৬ মে ১৯৬৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- কো-অপারেটিভ রিপাবলিক অফ গায়ানা।
- রাজধানীর নাম- জর্জটাউন।
- সরকারি ভাষা - ইংরেজি।
- মুদ্রার নাম- গায়ানিজ ডলার।
- আইনসভা –।
- আয়তন- ২,১৪,৯৭০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮,১৩,৮৩৪ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাঙ্ক অফ গায়ানা।
প্যারাগুয়ে
- ১৪ মে ১৮১১ সালে স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- প্যারাগুয়ে প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- আসুনসিওন।
- সরকারি ভাষা - স্প্যানিশ।
- মুদ্রার নাম- গুয়ারানি।
- আইনসভা – জাতীয় কংগ্রেস ।
- আয়তন- ৬,১৫৮,০০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৬.৮৬২ মিলিয়ন জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ প্যারাগুয়ে।
পেরু
- ২৮ জুলাই ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- পেরু প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- লিমা।
- সরকারি ভাষা - স্প্যানিশ।
- মুদ্রার নাম- নুয়েভো সল।
- আইনসভা – প্রজাতন্ত্রের কংগ্রেস।
- আয়তন- ১২,৮৫,২২০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩৪.35 মিলিয়ন জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – পেরুর কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক।
সুরিনাম
- ২৫শে নভেম্বর, ১৯৭৫ সালে নেদারল্যান্ডস থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সুরিনাম প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- প্যারামারিবো।
- সরকারি ভাষা - ওলন্দাজ।
- মুদ্রার নাম- সুরিনামি ডলার।
- আইনসভা –।
- আয়তন- ১,৬৩,৮২০বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৬,২৩,২৩৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক ভ্যান সুরিনাম।
উরুগুয়ে
- ২৮ আগষ্ট ১৮২৮ সালে ব্রাজিল থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- উরুগুয়ের পূর্ব প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- মোন্তেভিদেও।
- সরকারি ভাষা - স্প্যানিশ।
- মুদ্রার নাম- উরুগুয়ের পেসো ।
- আইনসভা –।
- আয়তন- ১,৭৬,২১৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩.৪২৩ মিলিয়ন জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – উরুগুয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক।
ভেনেজুয়েলা
- ৫ জুলাই ১৮১১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা।
- রাজধানীর নাম- কারাকাস।
- সরকারি ভাষা - স্প্যানিশ।
- মুদ্রার নাম- ভেনেজুয়েলান বলিভার।
- আইনসভা – ন্যাশনাল অ্যাসেম্বলি।
- আয়তন- ৯,১৬,৪৪৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২৮.৮৪ মিলিয়ন জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক।
দক্ষিণ আমেরিকা মহাদেশের আংশিক স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রসমূহ-
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
- ১৮৮১ সালে আর্থিকভাবে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- ব্রিটিশ ওভারসিজ টেরিটরি।
- রাজধানীর নাম- স্ট্যানলি।
- সরকারি ভাষা - ইংরেজি।
- মুদ্রার নাম- ফকল্যান্ড পাউন্ড।
- আইনসভা – ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আইনসভা।
- আয়তন- ১২,১৭৩ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,৬৬২ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ
- ৩ অক্টোবর ১৯৮৫ সালে যুক্তরাজ্য এর কাছ থেকে পৃথক হয়।
- রাষ্টীয় নাম- দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ।
- সরকারি ভাষা - ইংরেজি।
- মুদ্রার নাম- পাউন্ড স্টার্লিং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পাউন্ড।
- আয়তন- ১৬৫ কিলোমিটার।
অন্য অঞ্চল
ফরাসি গায়ানা
- রাষ্টীয় নাম- ফরাসি গায়ানা।
- রাজধানীর নাম- কইয়েন।
- সরকারি ভাষা - ফ্রন্স।
- মুদ্রার নাম- ডলার।
- আইনসভা – ফরাসি গায়ানার সমাবেশ।
- আয়তন- ৮৩,৮৪৬ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,৯৪,৪৩৬ জন প্রায় ।
- এগুলোই দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও দেশ গুলো সম্পর্কে গুরুত্ব পূর্ণ তথ্য।
দক্ষিণ আমেরিকা মহাদেশ
পৃথিবীর বৃহত্তম সাতটি ভূ-খাণ্ড গুলোর মধ্যে অন্যতম একটি ভূ-খাণ্ড হল দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই মহাদেশটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের গড় আয়তন ১,৭৮,২০,৯০০ বর্গকিলোমিটার। পৃথিবীর মোট স্থলভাগের ১২% জুড়ে এই মহাদেশের অবস্থান। বিষুবরেখা ও মকরক্রান্তির দুই পাশ জুড়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান।
এই মহাদেশটি দক্ষিণ আমেরিকার ক্যারিবিয়ান, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত। এই মহাদেশের বেশির ভাগ অঞ্চল জুড়ে রয়েছে বনভূমি। এই মহাদেশে বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিঅরণ্য এবং বৃহত্তম নদী আমাজনের অবস্থান। এছাড়াও এশিয়ার বাইরে সর্বোচ্চ পর্বতশ্রেণী এই মহাদেশে আন্দিজ পর্বত অবস্থিত।
এই মহাদেশেই অবস্থিত বিশ্বের সবচেয়ে লম্বা জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত অবস্থিত। এটি ৯৭৯ মি. উঁচু। এই জলপ্রপাতটি ভেনেজুয়েলায় অবস্থিত, ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে স্বর্গীয় সৈকত অবস্থিত। এছাড়াও আটাকামা মরুভূমি, বরফের প্রাকৃতিক দৃশ্য সহ অনেক প্রাকৃতিক আকর্ষণ রয়েছে এই দক্ষিণ আমেরিকা মহাদেশে।
এই মহাদেশে মোট ১৫টি দেশ রয়েছে। আর এই দেশগুলোর মধ্যে ১২ টি দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর অন্য তিনটি রাষ্ট্রের সীমিত বা অস্বীকৃতি রয়েছে। এই মহাদেশের জনপ্রিয় দুইটি ফুটবল টিম ব্রাজিল ও আর্জেন্টিনা দেশ এই মহাদেশেই অবস্থিত। আর এই মহাদেশের পরিচত বিশেষ করে ফুটবল খেলাকেই কেন্দ্র করে।
এছাড়াও এই মহাদেশকে ফুটবলের মহাদেশও বলা যেতে পারে। কেননা এই মহাদেশের বেশির ভাগ দেশ গুলোই FIFa world cup এ অংশ গ্রহণ করে থাকে। আকজকের আর্টিকেলের মাধ্যমে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম, স্বাধীনতা, রাষ্ট্রীয় নাম, রাজধানী, মুদ্রা, আইনসভা, কেন্দ্রীয় ব্যাংকের না্ আয়তন ও জন সংখ্যা সহ বিভিন্ন তথ্য ইতিমধ্যে জেনেছেন।
দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি
দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি এ সম্পর্কে অনেকেই জানতে চান, এর উত্তর হল দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ হল- সুরিনাম। এই দেশের মোট আয়তন হল- ১,৬৩,২৬৫ বর্গ কিঃমিঃ।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি এ সম্পর্কে অনেকেই জানতে চান, এর উত্তর হল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হল- ব্রাজিল। এই দেশের মোট আয়তন হল- ৮৫,১৫,৭৬৭ বর্গ কিঃমিঃ।
দক্ষিণ আমেরিকার দুটি মরুভূমির নাম
দক্ষিণ আমেরিকার দুটি মরুভূমির নাম হল- একটি মন্টে মরুভূমি এটি আর্জেন্টিনায় অবস্থিত। এই মরুভূমির আয়তন হল- ৩,৫৪,১৯২ বর্গ কিঃমিঃ। এই মরুভূমি মধ্য আর্জেন্টিনায় অবস্থিত। অপর মরুভূমির নাম হল- আতাকামা মরুভূমি। এই মরুভূমির আয়তন হল- ১,০৫,০০০ বর্গ কিঃমিঃ। এই মরুভূমি উত্তর চিলিতে অবস্থিত।
দক্ষিণ আমেরিকার মানচিত্র
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ কোনটি?
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ কোনটি এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন, এর উত্তর হল- দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ হল- ইসলা গ্র্যান্ডে দে টিয়েরার দেল ফুয়েগো ।
দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ কোনটি?
দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ কোনটি এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন, এর উত্তর হল-দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ হল- ইকুয়েডর এবং চিলি। দেশ দুইটি সবচেয়ে সরু বা মরিচ আকৃতির।
দক্ষিণ আমেরিকা আবিষ্কার করেন কে?
দক্ষিণ আমেরিকা আবিষ্কার করেন কে এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন, এর উত্তর হল- দক্ষিণ আমেরিকা আবিষ্কার করেন- ক্রিস্টোফার কলম্বাস।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মধ্যমে ইতিমধ্যে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম সহ দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন। সুতরাং আপনি যদি একজন চাকরি প্রার্থী এবং ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলের এই তথ্য গুলো আপনার জন্য অনেক প্রয়োজনীয় হতে পারে।
আজকের আর্টিকেলের সকল তথ্য বিভিন্ন ওয়েবসাইট ও বই থেকে নেওয়া হয়েছে এবং কোনো তথ্য যদি আপনার কাছে ভুল বলে প্রমাণিত হয়ে থাকে, তাহলে প্রমাণ সহ সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। সেই সাথে আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আপনার পরিচিতদের নিকট শেয়ার করবেন।
আজকের আর্টিকেলটি অনেক সময় ও ধৈর্য নিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বিভিন্ন ধনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইট www.kanon24.com নিয়মিত ভিজিট করতে পারেন। এতে করে বিভিন্ন ধরনের তথ্য আপনি সহজেই জানতে পারবেন। ধন্যবাদ।
কানন২৪ এর নীতিমালা মেনে মন্তব্য করুন।প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া হয়;
comment url