উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য

উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম এবং উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে। আপনি যদি দক্ষিণ আমেরিকার দেশ গুলো সম্পর্কে জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি শুধু মাত্র আপনার জন্য।
উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম
সেই সাথে আজকের আর্টিকেলে উত্তর আমেরিকার দেশগুলোর, আয়তন, আইন সভা, জনসংখ্যা, রাষ্ট্র ভাষা সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। সুতরাং সময় ক্ষেপন না করে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।.

উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম 

পৃথিবীর বৃহত্তম সাতটি ভূ-খন্ড গুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ভূ-খণ্ড হল উত্তর আমেরিকা মহাদেশ। এই মহাদেশটি হল পৃথিবীর তৃতীয় মহাদেশ। এই মহাদেশটির আয়তন ২,৪৭,০৯,০০০ বর্গ কিঃমিঃ। উত্তর আমেরিকা মহাদেশের অবস্থান এশিয়া ও আফ্রিকা মহাদেশের পরেই। মহাদেশটিতে জনসংখ্যার পরিমান প্রায়- ৫২ কোটি।

উত্তর আমেরিকা মহাদেশটি পৃথিবীর উত্তর এবং পশ্চিম গোলার্ধে অবস্থিত। এর দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ-পূর্ব দিকে ক্যারিবীয় সাগর, উত্তর দিকে উত্তর মহাসাগর, পূর্ব-উত্তর দিকে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ-পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর অবস্থিত।
এই মহাদেশে অবস্থিত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান। আজকের আর্টিকেলের মাধ্যমে উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশগুলোর নাম, রাজধানীর নাম, মুদ্রার নাম, আইন সভা, কেন্দ্রীয় ব্যাংক, আয়তন, জনসংখ্যা সহ দেশ গুলো সম্পর্কে বিভিন্ন তথ্য। উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম হল-
  • যুক্তরাষ্ট্র
  • কানাডা
  • মেক্সিকো
  • এল সালভাদর
  • কোস্টারিকা
  • গুয়েতেমালা
  • নিকারাগুয়া
  • পানামা
  • হন্ডুরাস
  • এন্টিগুয়া ও বারমুডা
  • কিউবা
  • গ্রানাড
  • জ্যামাইকা
  • ডোমিনিকা
  • ডোমিনিকান রিপাবলিক
  • ত্রিনিদাদ ও টোবাগো
  • বারবাডোজ
  • বাহামা দ্বীপপুঞ্জ
  • বেলিজ
  • সেন্টকিটস
  • সেন্ট ভিনসেন্ট
  • সেন্ট লুসিয়া
  • হাইতি
  • অ্যাঙ্গুইলা
  • কেউম্যান দ্বীপপুঞ্জ
  • পোয়েটরিকো
  • বারমুডা

উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী এবং অন্যান্য তথ্য- 

যুক্তরাষ্ট্র
  • ৪ জুলাই, ১৭৭৬ সালে গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- মার্কিন যুক্তরাষ্ট্র।
  • রাজধানীর নাম- ওয়াশিংটন, ডি.সি.।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- মার্কিন ডলার।
  • আইনসভা- কংগ্রেস।
  • আয়তন- ৯৮,৩৩,৫১৬ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৩৩,১৪,৪৯,২৮১ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- ফেডারেল রিজার্ভ সিস্টেম।
কানাডা
  • ১৭ এপ্রিল, ১৯৮২ সালে সম্পূর্ণ ভাবে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- কানাডা।
  • রাজধানীর নাম- অটোয়া।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- কানাডীয় ডলার।
  • আইনসভা- সংসদ।
  • আয়তন- ৯৯,৮৪,৬৭০ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৩,৮৪,৩৬,৪৪৭ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব কানাডা।
মেক্সিকো
  • ২৭ সেপ্টেম্বর ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- মেক্সিকান যুক্তরাষ্ট্র।
  • রাজধানীর নাম- মেক্সিকো সিটি।
  • সরকারি ভাষা - স্প্যানিশ।।
  • মুদ্রার নাম- মেক্সিকান পেসো।
  • আইনসভা- কংগ্রেস অব দ্য ইউনিয়ন।
  • আয়তন- ১,৯৬৪,৩৭৫ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১৩০ মিলিয়ন জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব মেক্সিকো ।
এল সালভাদর
  • সালে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- এল সালভাদোর প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- সান সালভাদর।
  • সরকারি ভাষা - স্প্যানিশ।
  • মুদ্রার নাম- মার্কিন ডলার ও বিটকয়েন।
  • আইনসভা- আইনসভা পরিষদ।
  • আয়তন- প্রায় ২১,০৪১ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৬৫ লাখ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- এল সালভাদরের সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক।
কোস্টারিকা
  • ১৫ সেপ্টেম্বর ১৮২১ সালে স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- প্রজাতন্ত্রী কোস্টা রিকা।
  • রাজধানীর নাম- সান হোসে।
  • সরকারি ভাষা - স্প্যানিশ।
  • মুদ্রার নাম- কোস্টা রিকান কোলোন।
  • আইনসভা- কোস্টারিকার আইন পরিষদ।
  • আয়তন- প্রায় ৫১,১০০ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৫১ লাখ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- কোস্টারিকার কেন্দ্রীয় ব্যাংক।
গুয়েতেমালা
  • ১৫ সেপ্টেম্বর ১৮২১ সালে স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- গুয়াতেমালা প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- গুয়াতেমালা সিটি।
  • সরকারি ভাষা - স্প্যানিশ।
  • মুদ্রার নাম- গুয়াতেমালান কুয়েতজাল।
  • আইনসভা- গুয়াতেমালার কংগ্রেস ।
  • আয়তন- ১,০৮,৮৮৯ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১.৯০ কোটি জন প্রায়।
  • কেন্দ্রীয় ব্যাংক- গুয়াতেমালার ব্যাংক অব গুয়াতেমালা ।
নিকারাগুয়া
  • ১৫ সেপ্টেম্বর ১৮২১ সালে স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- নিকাৰাগুয়া প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- মানাগুয়া।
  • সরকারি ভাষা - স্প্যানিশ।
  • মুদ্রার নাম- নিক্যারাগুয়া কর্ডোবা।
  • আইনসভা- ন্যাশনাল অ্যাসেম্বলি।
  • আয়তন- ১,২৯,৫০০ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৬৬ লাখ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- নিক্যারাগুয়ার সেন্ট্রাল ব্যাংক।
পানামা
  • ৩ নভেম্বর ১৯০৩ সালে কলম্বিয়া থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- পানামা প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- পানামা সিটি।
  • সরকারি ভাষা - স্প্যানিশ।
  • মুদ্রার নাম- পানামানিয়ান বালবোয়া।
  • আইনসভা- জাতীয় পরিষদ।
  • আয়তন- ৭৫,৫০০ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৪.৫ মিলিয়ন জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- পানামা ব্যাংক।
হন্ডুরাস
  • ১৫ সেপ্টেম্বর ১৮২১ সালে স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- হন্ডুরাস প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- তেগুসিগাল্পা।
  • সরকারি ভাষা - স্প্যানিশ।
  • মুদ্রার নাম- হন্ডুরাস লেম্পিরা।
  • আইনসভা- হন্ডুরাস জাতীয় কংগ্রেস।
  • আয়তন- ১১২,০৫৫ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১ কোটি জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- হন্ডুরাস সেন্ট্রাল ব্যাংক।
এন্টিগুয়া ও বারমুডা
  • ১ নভেম্বর ১৯৮১ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- এন্টিগুয়া ও বারবুডা।
  • রাজধানীর নাম- সেন্ট জনস ।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার।
  • আইনসভা- পার্লামেন্ট।
  • আয়তন- ৪৪১ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১ লাখ ১০ হাজার জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক।
কিউবা
  • ১২ আগস্ট ১৮৯৮ সালে স্পেন স্বাধীনতা অর্জন করে। কিন্তু কিউবা ১৯০২ সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
  • রাষ্টীয় নাম- কিউবা প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- হাভানা।
  • সরকারি ভাষা - স্প্যানিশ।
  • মুদ্রার নাম- কিউবান পেসো।
  • আইনসভা- জাতীয় পরিষদ।
  • আয়তন- ১১০,৮৮৬ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১১.২ মিলিয়ন জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- কিউবা কেন্দ্রীয় ব্যাংক।
গ্রানাডা
  • ৭ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- গ্রেনাডা ।
  • রাজধানীর নাম- সেন্ট জর্জস।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার।
  • আইনসভা- পার্লামেন্ট।
  • আয়তন- ৩৪৮.৫ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১ লাখ ১২ হাজার জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক।
জ্যামাইকা
  • ৬ আগস্ট ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- জ্যামাইকা।
  • রাজধানীর নাম- কিংস্টন।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- জ্যামাইকান ডলার।
  • আইনসভা- জ্যামাইকার পার্লামেন্ট।
  • আয়তন- ১০,৯১১ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৩ মিলিয়ন জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- জ্যামাইকা ব্যাংক।
ডোমিনিকা
  • ৩ নভেম্বর ১৯৭৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- ডোমিনিকা প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- রোসো।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার।
  • আইনসভা- পার্লামেন্ট।
  • আয়তন- ৭০১ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৭৪ হাজার জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক।
ডোমিনিকান রিপাবলিক
  • সালে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- ডোমিনিকান রিপাবলিক।
  • রাজধানীর নাম- সান্তো ডোমিঙ্গো।
  • সরকারি ভাষা - স্প্যানিশ।
  • মুদ্রার নাম- ডোমিনিকান পেসো।
  • আইনসভা- জাতীয় কংগ্রেস।
  • আয়তন- ৪৮,৭১২ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১ কোটি ১০ লাখ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- ডোমিনিকান রিপাবলিকের কেন্দ্রীয় ব্যাংক ।
ত্রিনিদাদ ও টোবাগো
  • ৩১ আগস্ট ১৯৬২ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- পোর্ট অব স্পেইন।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- ত্রিনিদাদ ও টোবাগো ডলার।
  • আইনসভা- পার্লামেন্ট।
  • আয়তন- ৫,১২৮ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১৪ লাখ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- ত্রিনিদাদ ও টোবাগো সেন্ট্রাল ব্যাংক।
বারবাডোজ
  • ৩০ নভেম্বর ১৯৬৬ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- বারবাডোজ প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- ব্রিজটাউন।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- বারবাডোজ ডলার।
  • আইনসভা- পার্লামেন্ট।
  • আয়তন- ৪৩৫ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ২ লাখ ৮০ হাজার জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- বারবাডোজ সেন্ট্রাল ব্যাংক।
বাহামা দ্বীপপুঞ্জ
  • ১০ জুলাই ১৯৭৩ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- বাহামা কমনওয়েলথ।
  • রাজধানীর নাম- নাসাউ।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- বাহামিয়ান ডলার।
  • আইনসভা- বাহামার পার্লামেন্ট।
  • আয়তন- ১৩,৯৪৮ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৪ লাখ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- বাহামাস সেন্ট্রাল ব্যাংক।
বেলিজ
  • ২১শে সেপ্টেম্বর ১৯৮১ সালে ব্রিটেনের কাছ থাকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- বেলিজ।
  • রাজধানীর নাম- বেলমোপান।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- বেলিজ ডলার।
  • আইনসভা- জাতীয় সংসদ।
  • আয়তন- ২২,৯৬৬ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৪ লাখ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- সেন্ট্রাল ব্যাংক অব বেলিজ।
সেন্টকিটস
  • ১৯ সেপ্টেম্বর ১৯৮৩ সালে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- ফেডারেশন অফ সেইন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস।
  • রাজধানীর নাম- বাসেতেরে।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- পূর্ব ক্যারিবীয় ডলার।
  • আইনসভা- ন্যাশনাল অ্যাসেম্বলি।
  • আয়তন- ২৬১ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৫৫,০০০ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- পূর্ব ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক।
সেন্ট ভিনসেন্ট
  • ২৭শে অক্টোবর ১৯৭৯ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস।
  • রাজধানীর নাম- কিংসটাউন।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- পূর্ব ক্যারিবিয়ান ডলার।
  • আইনসভা- জাতীয় পরিষদ।
  • আয়তন- ৩৮৯ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১,১০,০০০ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- পূর্ব ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক।
সেন্ট লুসিয়া
  • ২২ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- সেন্ট লুসিয়া।
  • রাজধানীর নাম- ক্যাস্ট্রিজ।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- পূর্ব ক্যারিবিয়ান ডলার।
  • আইনসভা- জাতীয় সংসদ।
  • আয়তন- ৬১৭ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১,৮০,০০০ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- পূর্ব ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক।
হাইতি
  • ২২ সেপ্টেম্বর ১৮০৪ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- হাইতির প্রজাতন্ত্র।
  • রাজধানীর নাম- পোর্ট-অ-প্রিন্স।
  • সরকারি ভাষা - ফরাসি এবং হাইতিয়ান ক্রেওল।
  • মুদ্রার নাম- হাইতিয়ান গোর্ড।
  • আইনসভা- জাতীয় সংসদ।
  • আয়তন- ২৭,৭৫০ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১ কোটি ১৫ লাখ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব দে লা রিপাব্লিক দে আইটি।
অ্যাঙ্গুইলা
  • এখনও স্বাধীনতা অর্জন করেনি। এ দেশটি ব্রিটিশ নিয়ন্ত্রিত।
  • রাষ্টীয় নাম- অ্যাঙ্গুইলা।
  • রাজধানীর নাম- দ্য ভ্যালি।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- পূর্ব ক্যারিবিয়ান ডলার।
  • আইনসভা- আইনসভা পরিষদ।
  • আয়তন- ৯১ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ১৫,০০০ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- পূর্ব ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক।
কেউম্যান দ্বীপপুঞ্জ
  • এখনও স্বাধীনতা অর্জন করেনি। এ দেশটি ব্রিটিশ নিয়ন্ত্রিত।
  • রাষ্টীয় নাম- কেম্যান দ্বীপপুঞ্জ।
  • রাজধানীর নাম- জর্জ টাউন ।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- কেম্যান দ্বীপপুঞ্জ ডলার ।
  • আইনসভা- আইন পরিষদ।
  • আয়তন- ২৬৪ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৭০,০০০ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- কেম্যান আইল্যান্ড মনিটারি অথরিটি।
পুয়ের্তো রিকো
  • এদেশটি যুক্তরাষ্ট্রের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
  • রাষ্টীয় নাম- পুয়ের্তো রিকো জনরাষ্ট্র।
  • রাজধানীর নাম- সান হুয়ান।
  • সরকারি ভাষা - স্পেনীয় এবং ইংরেজি।
  • মুদ্রার নাম- মার্কিন ডলার।
  • আইনসভা- আইনসভা পরিষদ।
  • আয়তন- ৯,১০৪ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৩২ লাখ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- কেন্দ্রীয় ব্যাংক নেই, মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যবস্থার অধীনস্থ।
বারমুডা
  • সালে স্বাধীনতা অর্জন করে।
  • রাষ্টীয় নাম- বারমুডা ।
  • রাজধানীর নাম- হ্যামিল্টন।
  • সরকারি ভাষা - ইংরেজি।
  • মুদ্রার নাম- বারমুডিয়ান ডলার।
  • আইনসভা- পার্লামেন্ট ।
  • আয়তন- ৫৪ বর্গ কিঃমিঃ।
  • জনসংখ্য- ৭০,০০০ জন প্রায় ।
  • কেন্দ্রীয় ব্যাংক- বারমুডা মনিটারি অথরিটি।

উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি

ইতিমধ্যে উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে জেনেগেছে। এখন উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি এ সম্পর্কে বিস্তারিত জানুন। উত্তর আমেরিকার বৃহত্তম দেশটি হল- কানাডা। এ দেশটির আয়তন- ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। এই দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটি মূলত তার বিশাল ভূমি, বনাঞ্চল এবং হ্রদের জন্য পরিচিত।

উত্তর আমেরিকার সবচেয়ে ছোট দেশ

ইতিমধ্যে উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে জেনেগেছে। এখন উত্তর আমেরিকার সবচেয়ে ছোট দেশ সম্পর্কে বিস্তারিত জানুন। উত্তর আমেরিকার সবচেয়ে ছোট দেশটি হল- সেন্ট কিটস ও নেভিস। এ দেশটির আয়তন ২৬১ বর্গ কিলোমিটার। সেন্ট কিটস ও নেভিস দেশটি ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।

উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি

উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এ সম্পর্কে অনেকেই জানতে চেয়ে থাকেন, এর উত্তর হল- উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হল- ডেনালি। তবে শৃঙ্গটি পূর্বে "মাউন্ট ম্যাককিনলি" নামে পরিচিত ছিল। এই শৃঙ্গের উচ্চতা ৬,১৯০ মিটার বা ২০,৩১০ ফুট। এই শৃঙ্গটি যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত।

উত্তর আমেরিকার মানচিত্র

                                                         উত্তর আমেরিকার মানচিত্র।

উত্তর আমেরিকার রাজধানীর নাম কি?

উত্তর আমেরিকার রাজধানীর নাম কি এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন, এর উত্তর হল- উত্তর আমেরিকার কোনো রাজধানী নেই। কেননা উত্তর আমেরিকা একটি মহাদেশ। তবে এ মহাদেশে অবস্থিত বড় বড় রাজধানী গুলোর নাম হল- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডিসি, কানাডার রাজধানী অটোয়া এবং মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।

উত্তর আমেরিকার আশেপাশে কি আছে?

উত্তর আমেরিকার আশেপাশে কি আছে এ সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন, এর উত্তর হল- মূলত উত্তর আমেরিকার আশেপাশে সাগর ও মহাসাগর রয়েছে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ রয়েছে।

উত্তর আমেরিকার অপর নাম কি?

উত্তর আমেরিকার অপর নাম কি এ সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন, এর উত্তর হল- উত্তর আমেরিকাকে সাধারনত "নিউ ওয়ার্ল্ডের" (New World) অংশ হিসেবে উল্লেখ করা যেতে পারে।

উত্তর আমেরিকার মরুভূমির নাম কি?

উত্তর আমেরিকার মরুভূমির নাম কি এ সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন, এর উত্তর হল- উত্তর আমেরিকায় বেশ কয়েকটি মরুভূমি রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল-
  • সোনোরান মরুভূমি। এটি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অবস্থিত।
  • মোজাভ মরুভূমি। এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
  • গ্রেট বেসিন মরুভূমি। এটিও যুক্তরাষ্ট্রে অবস্থিত।

শেষ কথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মাধ্যমে ইতিমধ্যে উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী, মুদ্রা, আইন সভা, কেন্দ্রীয় ব্যাংক, আইন সভা সহ বিভিন্ন তথ্য জেনেছেন। আজকের আর্টিকেলটি আপনার কাছে তথ্য বহুল হলে অনুগ্রহ করে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন।
আজকের আর্টিকেলের সকল তথ্য বিভিন্ন ওয়েবসাইট ও বই থেকে নেওয়া হয়েছে এবং কোনো তথ্য যদি আপনার কাছে ভুল বলে প্রমাণিত হয়ে থাকে, তাহলে প্রমাণ সহ সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আর বিভিন্ন ধনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইট www.kanon24.com নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কানন২৪ এর নীতিমালা মেনে মন্তব্য করুন।প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া হয়;

comment url