কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন এবং কমলার খোসা দিয়ে ফেসপ্যাক
কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন এবং কমলার খোসা গুড়া করার উপায় সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে। আপনি যদি কমলার খোসা দিয়ে রূপচর্চা করতে চান, তাহলে আজকের আর্টিকেলটি শুধু মাত্র আপনার জন্য।
সেই সাথে আজকের আর্টিকেলে আরও আলোচনা করা হয়েছ ত্বকের যত্নে কমলার খোসা দিয়ে কিভাবে ফেইসপ্যাক, সিরাম তৈরি করবেন এ সম্পর্কে বিভিন্ন তথ্য। সুতরাং আপনি যদি আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে চান, তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।.
ভূমিকা
কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে,ত্বক মসৃণ করে,ত্বক সতেজ করে: ত্বক রঙ উজ্জ্বল করতে কমলার খোসা বিশেষ ভূমিকা পালন করে থাকে।
- এর জন্য আপনাকে সর্বপ্রথম একটি পাত্রে এক চা চামচ পরিমাণ কমলার খোসার গুড়া বা পাউডার নিতে হবে।
- এরপরে পরিমাণ মতো টক দই বা দুধের সর নিতে হবে।
- এরপরে উপাদান দুটিকে ভালো মতো মিশ্রণ করে নিতে হবে।
- মিশ্রণটি তৈরি হলে এবার আপনার ফেইসে ভালো মতো ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।
- এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে।
- এতে করে আপনার ত্বক আগের তুলনায় অনেকটা উজ্জ্বল হয়ে যাবে।
ত্বকের কালো দাগ দূর করে: আমাদের ত্বকে অনেক সময় বিভিন্ন ধরনের কালো দাগ পড়ে থাকে। যার ফলে আমাদের ত্বকের সৌন্দর্য অনেকাংশ হ্রাস পেয়ে যায়। আর আপনি যদি আপনার ত্বকের এই কালো দাগ দূর করতে চান, তাহলে কমলার ব্যবহার করতে পারেন।
- এর জন্য আপনাকে প্রথমে কমলার কোয়া গুলো থেঁতলে নিতে হবে।
- এরপরে দই আর লেবুর রস দিয়ে ভালো মতো মিশ্রণ করে নিতে হবে।
- এরপরে চোখের চারপাশে এবং ঠোঁটের অংশ বাদ দিয়ে আপনার ত্বকে ব্যবহার করতে হবে।
- এবার কিচ্ছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। এতে করে আপনার ত্বকের কালো দাগ দূর হয়ে যাবে। কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন এর অন্যতম একটি উপায়।
ব্ল্যাকহেডস দূর: ব্ল্যাকহেডসের মতো সমস্যা দূর করতে কমলার খোসা বিশেষ ভূমিকা পালন করে থাকে।
- ব্ল্যাকহেডস দূর করার জন্য আপনাকে প্রথমে এক চা চামচ পরিমান তাজা কমলার খোসা পেস্ট করে নিতে হবে।
- এরপরে এর সম পরিমাণ মধু নিয়ে কমলার খোসার সাথে ভালো মতো ঘন মিশ্রণ করতে হবে।
- এরপরে মিশ্রণটি আপনার ব্ল্যাকহেডসের স্থানে লাগিয়ে অপেক্ষা করতে হবে।
- মিশ্রণটি ভালো মতো শুকিয়ে গেলে নিচের দিক থেকে তুলে ফেলতে হবে।
- এভাবে নিয়মিত এ মিশ্রণটি ব্যবহার করলে ব্ল্যাকহেডস দূর হয়ে যাবে।
ত্বকের ব্রণ দূর করে: আপনি যদি ব্রণের মতো অস্বস্তিকর ও বিব্রতকর সমস্যার সম্মূখীন হয়ে থাকেন, তাহলে এ সমস্যা থেকে মুক্তির জন্য আপনি চাইলে কমলার খোসার গোড়া ব্যবহার করতে পারেন। এতে করে আপনার এ ধরনের সমস্যা দূর হয়ে যাবে।
- এর জন্য আপনাকে প্রথমে একটি পাত্রে এক চা চামচ পরিমান কমলার খোসার গুড়া নিতে হবে।এরপরে এক চা চামচ পরিমাণ পুদিনা পাতার রস এবং শঙ্খ গুঁড়া নিতে হবে।
- এরপরে উপাদান তিন ভালো মতো মিশ্রণ করে পেস্ট তৈরি করে নিতে হবে।
- এরপরে পেস্টটি ভালো মতো আপনার ত্বকে ব্যবহার করে কিচ্ছুক্ষণ পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
- এই মিশ্রণটি নিয়মিত প্রতিদিন ১ সপ্তাহ ব্যবহার করলেই পার্থক্য নিজেই বুঝতে পারবেন। কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন এর এটি অন্যতম একটি উপায়।
ত্বকের বালিরেখা দূর করে: ত্বকে বিভিন্ন কারনে বালিরেখা পড়ে থাকে। যা দেখতে খুবই অস্বস্তিকর ও বিব্রতকর লাগে। সুতরাং আপনি যদি এ সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কমলার খোসার ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: জেনে নিন চিরতরে মেছতা দূর করার উপায়।
- এরজন্য আপনাকে প্রথমে এক চা চামচ পরিমাণ কমলার খোসা পেস্ট তৈরি করে নিতে হবে।
- এরপরে এই চা চামচ পরিমান কমলার রস নিয়ে ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে।
- এবার আপনার ত্বকে ব্যবহার করতে হবে। এতে করে আপনার বালিরেখার সমস্যা দূর হয়ে যাবে।
কমলার খোসা গুড়া করার উপায়
কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন করার জন্য আপনারকে সর্বপ্রথম কমলার খোসা গুলোকে গুড়া করে নিতে হবে। তবেই এর থেকে ভালো ফলাফল পাবেন। কমলার খোসা গুড়া করার উপায় হল-
- সর্ব প্রথম আপনাকে কমলা থেকে খোসা গুলো আলাদা করে একটি পাত্রে সংরক্ষণ করতে হবে।
- তারপর খোসাগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে।
- এরপরে ভালো মতো রোদে শুকিয়ে নিতে হবে। (যেন খোসা গুলো শুকনো পাতার মতো হয়)
- কমলার খোসার গুলো মতো শুকিয়ে গেলে ব্লেন্ড করে নিতে হবে।
- খোসা গুলো ব্লেন্ড করা হয়ে গেলে এবার ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে বা চেলে নিতে হবে।
- এতে করে কমলার খোসা গুলো মসৃণ হয়ে যাবে।
- এবার আপনি চাইলে আপনার ত্বকে কমলার খোসার গুড়া বা পাউডার ব্যবহার করতে পারেন।
কমলার খোসার উপকারিতা
আমরা তো সবাই চাই নিজের ত্বককে উজ্জ্বল, মসৃণ, সতেজ এবং আকর্ষণীয় রাখতে কিন্তু বেশ কিছু কারনে আমরা আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলি। এতে করে ত্বক হয়ে পড়ে রুক্ষ। যা আমাদের জন্য খুবই অস্বস্তিকর এবং বিব্রতকর একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এসব সমস্যার পাশ্বপ্রতিক্রিয়া মুক্ত সমাধান দিতে পারে কমলার খোসা।
শীত কিংবা গরমে বিভিন্ন কারনে আমাদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে। আর এ সব সমস্যা নিয়মিষেই দূর করে দিতে পারে কমলা লেবুর খোসা। নিয়মিত কমলার খোসা ব্যবহার করলে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে। ত্বক হবে নরম, উজ্জ্বল, মসৃণ ও সতেজ। ফলে আপনি হয়ে উঠবেন আরও বেশি আকর্ষণীয়।
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে;
- ত্বকের কালো দাগ দূর করে;
- ব্ল্যাকহেডস দূর;
- ত্বকের ব্রণ দূর করে;
- ত্বক মসৃণ করে;
- ত্বক সতেজ করে;
- ত্বকের বালিরেখা দূর করে;
- মূলত এগুলোই কমলার খোসার উপকারিতা।
- এছাড়াও বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দূর করতে সহায়তা করে থাকে এই কমলার খোসা।
কমলার খোসা দিয়ে ফেসপ্যাক
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন প্রকৃতিক ফেইস প্যাক। এই প্রাকৃতিক প্যাক গুলোর মধ্যে অন্যতম একটি প্যাক হল কমলার খোসা দিয়ে ফেসপ্যাক। কমলার খোসার ফেইস প্যাক তৈরির নিয়ম হল-
- আধা চা চামচ পরিমাণ কমলার খোসার গুড়া ও ১ চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে ভালোমতো মিশ্রণ করে ত্বকে ব্যবহার করে কিছুক্ষণ অপেক্ষা করে হালকা কুসুম গরম পানি দিয়ে ত্বক ভালো মত ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একবার এই প্যাকটি ব্যবহার করতে হবে।
- আধা চা চামচ পরিমাণ কমলার খোসার গুড়া ১ চিমটি হলুদ গুঁড়া ও ১ চা চামচ নারকেলের তেল নিয়ে ভালো মতো মিশ্রণ তৈরি করে প্যাক তৈরি করে নিতে হবে। এরপরে ত্বকে ব্যবহার করে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। এতে করে আপনার ত্বক উজ্জ্বলতা, মসৃণ, সতেজ হবে।
- ১ চা চামচ পরিমান কমলার খোসার গুড়া ও সম পরিমান গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে ত্বকে ব্যবহার করে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। এতে করে আপনার ত্বক উজ্জ্বলতা, মসৃণ, সতেজ হবে।
- ১ চা চামচ পরিমান কমলার খোসার গুড়া ও সম পরিমান কমলার খোসা দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে ত্বকে ব্যবহার করে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। এতে করে আপনার ত্বক উজ্জ্বলতা, মসৃণ, সতেজ হবে।
কমলার খোসা দিয়ে সিরাম
কমলার খোসা দিয়ে সিরাম তৈরির জন্য ডাবল বয়েলিং পদ্ধতি অনুসরণ করতে হবে।
- এরজন্য আপনাকে প্রথমে কমলার খোসা টুকরা টুকরা করে কেটে নিতে হবে।
- এরপরে চুলায় একটি পাত্রে পানি ফুটাতে হবে।
- এরপরে অন্য পাত্রে পরিমাণ মতো অলিভ অয়েল নিতে হবে।
- এরপরে অলিভ অয়েল ও টুকরা করা কমলার খোসা গুলো একটি পাত্রে নিতে হবে।
- এরপরে পাত্রটি ফুটন্ত পানির উপরে বসিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে।
- এতে করে কমলার খোসার সকল গুণাগুণ তেলের সাথে মিশ্রণ হয়ে যাবে।
- এরপরে তেলটি ছেঁকে একটি পরিষ্কার পাত্র সংরক্ষণ করতে পারেন।
প্রতিদিন কমলার খোসার ফেসপ্যাক ব্যবহার করা যাবে কি?
প্রতিদিন কমলার খোসার ফেসপ্যাক ব্যবহার করা যাবে কি এ সম্পর্কে অনেকেই জানতে চেয়ে থাকেন, এর উত্তর হল- কমলার ফেসপ্যাক প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে দুই বার ব্যবহার করা ভালো।
কমলার খোসা দিয়ে ফেস স্ক্রাব তৈরি?
কমলার খোসা দিয়ে ফেস স্ক্রাব তৈরি র জন্য কমলার খোসার গুড়া ব্যবহার করতে পারেন।
কমলালেবুর খোসা কি কাজে লাগে?
কমলালেবুর খোসা কি কাজে লাগে এ সম্পর্কে অনেকেই জানতে চেয়ে থাকেন, এর উত্তর হল- কমলার খোসা মূলত রূপচর্চায় বেশি ব্যবহৃত হয়ে থাকে।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মাধ্যমে ইতিমধ্যে কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন এর বিভিন্ন উপায় সম্পর্কে অবগত হয়েছেন। সুতরাং আপনি যদি আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে চান, ত্বকে আরও বেশি উজ্জ্বল, মসৃণ ও সতেজ করতে চান, তাহলে আজকের আর্টিকেলে বর্ণিত নিয়ম গুলো মেনে চলতে পারেন। এতে করে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।
আরও পড়ুন: জেনে নিন মুলতানি মাটির উপকারিতা।
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকলে অনুগ্রহ করে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। সেই সাথে আজকের আর্টিকেলে বর্ণিত কোনো তথ্য ভুল প্রমাণিত হয়ে থাকলে অনুগ্রহ করে সঠিক তথ্য প্রমাণ সহ আমাদের সাথে যোগাযোগ করবেন।
আর এরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের তথ্য পেতে চাইলে আমাদের ওয়েব সাইট www.kanon24.com নিয়মিত ভিজিট করুন। এতোক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কানন২৪ এর নীতিমালা মেনে মন্তব্য করুন।প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া হয়;
comment url