আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম এবং সকল দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
প্রিয় পাঠক, আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম এবং আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম রাজধানী মুদ্রা সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুতরাং আপনি যদি একজন চাকরি পার্থী হয়ে থাকেন এবং আন্তার্জাতিক বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি শুধু মাত্র আপনার জন্য।
সেই সাথে আজকের আর্টিকেলে আফ্রিকা মহাদেশে কয়টি দেশ, এ মহাদেশের সকল দেশের রাজধানী,মুদ্রা, আইন সভার নাম সহ বিভিন্ন তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। সুতরাং সময় ক্ষেপন না করে বিস্তারিত তথ্য গুলো জেনে নিন।.
আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম
পৃথিবীর বৃহত্তম ভূখন্ড গুলোর মধ্যে আফ্রিকা মহাদেশের অবস্থান দ্বিতীয় স্থানে। এই ভূখণ্ড বা মহাদেশ
পৃথিবীর মোট ভূ-পৃষ্ঠের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে অবস্থিত। এই মহাদেশটির উত্তর দিকে ভূমধ্যসাগর, দক্ষিণে আটলান্টিক এবং ভারত মহাসাগর, পূর্ব দিকে লোহিত সাগর এবং সর্বশেষ পশ্চিম দিকে আটলান্টি মহাসাগর অবস্থিত।
আর এই মহাদেশে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমির অবস্থান। আজকের আর্টিকেলে আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম , আফ্রিকা মহাদেশে অবস্থিত দেশগুলোর স্বাধীনতা, রাজধানী, মুদ্রা, আইনসভা, কেন্দ্রীয় ব্যাংক সহ আফ্রিকা মহাদেশের ইতিহাস সহ আফ্রিকা মহাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করা হয়েছে। আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম হল-
- নাইজেরিয়া
- ইথিওপিয়া
- মিশর
- ডিআর কঙ্গো
- তানজানিয়া
- দক্ষিন আফ্রিকা
- কেনিয়া
- উগান্ডা
- আলজেরিয়া
- সুদান
- মরক্কো
- অ্যাঙ্গোলা
- মোজাম্বিক
- ঘানা
- মাদাগাস্কার
- ক্যামেরুন
- আইভরি কোট
- নাইজার
- বুর্কিনা ফাসো
- মালি
- মালাউই
- জাম্বিয়া
- সেনেগাল
- চাদ
- সোমালিয়া
- জিম্বাবুয়ে
- গিনি
- রুয়ান্ডা
- বেনিন
- বুরুন্ডি
- তিউনিসিয়া
- দক্ষিণ সুদান
- যাও
- সিয়েরা লিওন
- লিবিয়া
- কঙ্গো
- লাইবেরিয়া
- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
- মৌরিতানিয়ামৌরিতানিয়া
- ইরিত্রিয়া
- নামিবিয়া
- গাম্বিয়া
- বতসোয়ানা
- গ্যাবন
- লেসোথো
- গিনি-বিসাউ
- নিরক্ষীয় গিনি
- মরিশাস
- এস্বাতিনী
- জিবুতি
- কমোরোস
- কেপ ভার্দে
- সাও টোমে এবং প্রিন্সিপে
- সেশেলস
- এগুলোই আফ্রিকামহাদেশের দেশগুলোর নাম নাম।
আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম রাজধানী মুদ্রা, স্বাধীনতা, আইনসভা, ব্যাংক সহ অন্যান্য তথ্য
নাইজেরিয়া
- ১ অক্টোবর ১৯৬০ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- নাইজেরিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- আবুজা ।
- সরকারি ভাষা- ইংরেজি ।
- মুদ্রার নাম- নাইরো ।
- আইনসভা – উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ।
- আয়তন- ৯ লাখ ২৩ হাজার ৭৬৮ বর্গকিলোমিটার বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১৮ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৬৪০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব নাইজেরিয়া ।
ইথিওপিয়া
- ইথিওপিয়া ১৯৯৩ সালে ইরিত্রিয়া থেকে পৃথক হয়ে যায়।
- রাষ্টীয় নাম- ইথিওপিয়া যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- আদ্দিস আবাবা ।
- সরকারি ভাষা – আমহারীয় ভাষা ।
- মুদ্রার নাম- বির ।
- আইনসভা – ।
- আয়তন- ১১,২৭,১২৭ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮,৫২,৩৭,৩৩৮ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ন্যাশনাল ব্যাংক অব ইথিওপিয়া ।
মিশর
- ১৯২২ সালে নাম মাত্র স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- মিশর আরব প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- কায়রো।
- সরকারি ভাষা – আরবি ।
- মুদ্রার নাম- মিশরীয় পাউন্ড।
- আইনসভা – পার্লামেন্ট ।
- আয়তন- ১০,০২,৪৫০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৭,৭৪,২০,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব মিশর ।
ডিআর কঙ্গো
- ১৫ আগষ্ট ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- ব্রজাভিল ।
- সরকারি ভাষা - ফারাসি ।
- মুদ্রার নাম- কঙ্গোলিজ ফ্রাঙ্ক ।
- আইনসভা – পার্লামেন্ট ।
- আয়তন- ২৩,৪৫,৪০২ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮,২২,৪৩,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
তানজানিয়া
- তানজানিয়া ২৬ এপ্রিল ১৯৬৪ সালে তাঙ্গানিকা ও জাঞ্জিবার দেশ দুটির একটি মিলিত ফেডারেশন হিসেবে তানজানিয়া প্রতিষ্ঠা করা হয়।
- রাষ্টীয় নাম- তানজিয়া যুক্ত প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- দোদোমা ।
- সরকারি ভাষা – সোয়াহিলি, ইংরেজি ।
- মুদ্রার নাম- তানজিয়ান শিলিং।
- আইনসভা – ।
- আয়তন- ৯,৪৫,১০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৪৩,৭৩৯,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ইউনাইটেড রিপাবলিক অব তানজানিয়ার কেন্দ্রীয় ব্যাংক ।
দক্ষিন আফ্রিকা
- ১৯১০ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অব সাউত আফ্রিকা ।
- রাজধানীর নাম- প্রিটোরিয়া ।
- সরকারি ভাষা – ১১টি সরকারি ভাষা মর্যদা ১৯৯৩ সালে। যেমন- আফ্রিকান্স ভাষা, ইংরেজি ভাষা, ন্দেবেলে ভাষা, সেসোথো ভাষা, সেসোথো সা লেবোয়া ভাষা, সোয়াতি ভাষা, ইতসোঙ্গা ভাষা, সেতসোয়ানা ভাষা, ৎশিভেন্দা ভাষা, ক্হোসা ভাষা এবং জুলু ভাষা।
- মুদ্রার নাম- র্যান্ড।
- আইনসভা – হাউস অফ অ্যাসেম্বলি ।
- আয়তন- ১২,২১,০৩৭ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫,৮৭,৭৫,০২২ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – দি সেন্ট্রাল ব্যাংক অব দক্ষিণ আফ্রিকা।
কেনিয়া
- কেনিয়া ১২ ডিসেম্বর ১৯৬৩ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অব কেনিয়া ।
- রাজধানীর নাম- নাইরোবি ।
- সরকারি ভাষা - সোয়াহিলি ।
- মুদ্রার নাম- কেনিয়ান শিলিং।
- আইনসভা –।
- আয়তন- ৫,৮০,৩৬৭ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,৯৮,০২,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব গিনি কেনিয়া ।
উগান্ডা
- উগান্ডা ৯ অক্টোবর ১৯৬২ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- উপান্ডা প্রজাতন্ত্র বা রিপাবলিক অব উগান্ডা।
- রাজধানীর নাম- কাম্পালা ।
- সরকারি ভাষা – ইংরেজি, সোয়াহিলি ।
- মুদ্রার নাম- উগান্ডীয় শিলিং ।
- আইনসভা – সংসদ ।
- আয়তন- ২,৪১,০৩৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,৪৬,৩৪,৬৫০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
আলজেরিয়া
- আলজেরিয়া ৫ জুলাই ১৯৬২ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- গনপ্রজাতন্ত্র আলজেরিয়া।
- রাজধানীর নাম- আলজিয়ার্স ।
- সরকারি ভাষা - আরবি ।
- মুদ্রার নাম- আলজেরিয়ান দিনার ।
- আইনসভা – পার্লামেন্ট ।
- আয়তন- ২৩,৮১,৭৪১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৪,০৪,০০,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব আলজেরিয়া।
সুদান
- সুদান ১ জানুয়ারি ১৯৫৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সুদানের প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- খার্তুম ।
- সরকারি ভাষা - আরবি ।
- মুদ্রার নাম- সুদানিজ পাউন্ড।
- আইনসভা – মজলিস ।
- আয়তন- ১৮,৮৬,০৬৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,৮৬,৪৭,৮০৩ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব সুদান ।
মরক্কো
- মরক্কো ২ মার্চ ১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে এবং ৭এপ্রিল ১৯৫৬ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রাজতান্ত্রিক মরক্কো বা মরক্কোর কিংডম।
- রাজধানীর নাম- রাবাত ।
- সরকারি ভাষা – আরবি , প্রসাশনিক ভাষা- ফরাসি ।
- মুদ্রার নাম- দিরহাম ।
- আইনসভা – পার্লামেন্ট।
- আয়তন- ৭,১০,৮৫০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,৩৮,৪৮,২৪২ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব মরক্কো ।
অ্যাঙ্গোলা
- অ্যাঙ্গোলা ১১ নভেম্বর ১৯৭৫ সালে পুর্তগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- অ্যাঙ্গোলা প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- লুয়ান্ডা ।
- সরকারি ভাষা - পুর্তুগিজ।
- মুদ্রার নাম- কুয়াঞ্জা ।
- আইনসভা –।
- আয়তন- ১২,৪৬,৭০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,৫৭,৮৯,০২৪ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
মোজাম্বিক
- মোজাম্বিক ২৫ জুন ১৯৭৫ সালে পুর্তগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অব মোজাম্বিক ।
- রাজধানীর নাম- মাপুতো ।
- সরকারি ভাষা - পুর্তগিজ ।
- মুদ্রার নাম- মেটিকাল ।
- আইনসভা – অ্যাসেম্বলি অফ দ্যা রিপাবলিক (মোজাম্বিক)
- আয়তন- ৮,০১,৫৯০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,০০,৬৬,৬৪৮জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব মোজাম্বিক ।
ঘানা
- ঘানা ৬ মার্চ ১৯৫৭ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- ঘানার প্রজাতন্ত্র বা রিপাবলিক অব ঘানা ।
- রাজধানীর নাম- আক্রা ।
- সরকারি ভাষা - ইংরেজি ।
- মুদ্রার নাম- ঘানাইয়ান সেডি ।
- আইনসভা – পার্লামেন্ট।
- আয়তন- ২,৩৮,৫৩৫বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,৭০,৪৩,০৯৩ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব ঘানা।
মাদাগাস্কার
- মাদাগাস্কার ২৬ জুন ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- মাদাগাস্কারের প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- আন্তানানারিভো ।
- সরকারি ভাষা – মালাগাসি,ফরাসি,ইংরেজি ।
- মুদ্রার নাম- আরিয়ারি ।
- আইনসভা –।
- আয়তন- ৫,৮৭,০৪০বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,৯৬,২৫,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব মাদাগাস্কার ।
ক্যামেরুন
- ক্যামেরুন ১ জানুয়ারি১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে এবং ১ অক্টোবর ১৯৬১ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- ক্যামেরুন প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- ইয়াউন্দে ।
- সরকারি ভাষা – ফরাসি, ইংরেজি ।
- মুদ্রার নাম- মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা – সংসদ ।
- আয়তন- ৪,৭৫,৪৪২ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,৯৩,২১,৬৩৭জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব আফ্রিকান স্টেটস ।
নাইজার
- নাইজার ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- নাইজার প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- নিয়ামে।
- সরকারি ভাষা - ফরাসি ।
- মুদ্রার নাম- পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা – জাতীয় পরিষদ।
- আয়তন- ১২,৬৭,০০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,৮৬,৩৮,৬০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
বুর্কিনা ফাসো
- বুর্কিনা ফাসো ৫ আগস্ট ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- বুর্কিনা ফাসো ।
- রাজধানীর নাম- ওয়াগাদুগু ।
- সরকারি ভাষা - ফরাসি ।
- মুদ্রার নাম- পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা –।
- আয়তন- ২,৭৪,২০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,০১,০৭,৫০৯জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
মালি
- মালি ২০ জুন ১৯৬০ সালে ফরাসি ঔপনিবেশিক সম্রাজ্যর কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- মালি প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- বামাকো ।
- সরকারি ভাষা - ফরাসি ।
- মুদ্রার নাম- পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা – জাতীয় ক্রান্তিকালীন পরিষদ ।
- আয়তন- ১২,৪০,১৯২ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,১৪,৭৩,৭৬৪জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক- ।
মালাউই
- মালাউই ৬ জুলাই ১৯৬৪ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- মালাউই প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- লিলংগুয়ে ।
- সরকারি ভাষা – ইংরেজি,চিচেওয়া ।
- মুদ্রার নাম- মালাউইয়ান কাওয়াচা ।
- আইনসভা – জাতীয় পরিষদ ।
- আয়তন- ১,১৮,৪৮৪ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,৭৫,৬৩,৭৪৯ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
জাম্বিয়া
- জাম্বিয়া ২৪ অক্টোবর ১৯৬৪ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- জাম্বিয়া প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- লুসাকা ।
- সরকারি ভাষা - ইংরেজি।
- মুদ্রার নাম- জাম্বিয়ান কাওয়াচা ।
- আইনসভা – জাতীয় সমাবেশ ।
- আয়তন- ৭,৫২,৬১৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,৭৩,৫১,৭০৮ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব জাম্বিয়া ।
সেনেগাল
- সেনেগাল ২০ জুন ১৯৬০ সালে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সেনেগাল প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- ডাকার ।
- সরকারি ভাষা - ফ্রেঞ্চ।
- মুদ্রার নাম- পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা – জাতীয় পরিষদ ।
- আয়তন- ১,৯৬,৭১২ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১৬,৬২,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
চাদ
- চাদ ১১ আগষ্ট ১৯৬০ সালে ফ্রাসের কাছ থেক স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- চাদ প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- এনজামেনা ।
- সরকারি ভাষা – আরবি, ফরাসি ।
- মুদ্রার নাম- মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা – অন্তর্বর্তীকালীন সেনাবাহিনী কাউন্সিল ।
- আয়তন- ১২,৮৪,০০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,৬২,৪৪,৫১৩ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
সোমালিয়া
- সোমালিয়া সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সোমালী যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- মোগাদিশু ।
- সরকারি ভাষা – সোমালী, আরবি ।
- মুদ্রার নাম- সোমালী শিলিং ।
- আইনসভা – পরিবর্তনকালীন ফেডারেল পার্লামেন্ট।
- আয়তন- ৬,৩৭,৬৫৭ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,০০,৮৫,৬৩৮জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
জিম্বাবুয়ে
- জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- জিম্বাবোয়ে প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- হারারে।
- সরকারি ভাষা – ইংরেজি, শোনা, ন্ডেবেলে ।
- মুদ্রার নাম- জিম্বাবুয়ান ডলার।
- আইনসভা –।
- আয়তন- ৩,৯০,৭৫৭ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,৬১,৫০,৩৬২ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ে ।
গিনি
- গিনি ২ অক্টোবর ১৯৫৮ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- গিনির প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- কোনাক্রি।
- সরকারি ভাষা - ফরাসি ।
- মুদ্রার নাম- ফ্রাঙ্ক।
- আইনসভা –।
- আয়তন- ২,৪৫,৮৩৬ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,২০,৯১,৫৩৩ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
রুয়ান্ডা
- রুয়ান্ডা ১ জুলাই ১৯৬২ সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রুয়ান্ডা প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- কিগালি ।
- সরকারি ভাষা – কিনিয়ারোয়ান্ডা, ফরাসি, ইংরেজি ।
- মুদ্রার নাম- রুয়ান্ডীয় ফ্র ।
- আইনসভা –।
- আয়তন- পানিহান- ১৩৯০ বর্গ কিঃমিঃ ওহুকানাহান-২৪,৯৪৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৯০,৩৭,৬৯০জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
বেনিন
- বেনিন ১ আগষ্ট ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকেস্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- বেনিন প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- পর্তো নোভো ।
- সরকারি ভাষা - ফরাসি ।
- মুদ্রার নাম- পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা –।
- আয়তন- বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮৯,৩৫,০০০জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
বুরুন্ডি
- বুরুন্ডি ১ জুলাই ১৯৬২ সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- প্রজাতন্ত্র বুরুন্ডি ।
- রাজধানীর নাম- গিতেগা ।
- সরকারি ভাষা – রুন্ডি, ফরাসি ।
- মুদ্রার নাম- বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক ।
- আইনসভা –।
- আয়তন- ২৭,৮৩৪ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,১৮,৬৫,৮২১জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব দ্যা রিপাবলিক অব বুরুন্ডি।
তিউনিসিয়া
- তিউনিসিয়া ২০ মার্চ ১৯৬৫ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- তিউনিসীয় প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- তিউনিস ।
- সরকারি ভাষা - আরবি ।
- মুদ্রার নাম- দিনার ।
- আইনসভা – ন্যাশনাল কনস্টিটিউন্ট অ্যাসেম্বিলি।
- আয়তন- ১,৬৩,৬১০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,০৯,৮২,৭৫৪ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
দক্ষিণ সুদান
- দক্ষিণ সুদান ৯ জুলাই ২০১১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- দক্ষিণ সুদান প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- জুবা ।
- সরকারি ভাষা – ইংরেজি ।
- মুদ্রার নাম- দক্ষিণ সুদানী পাউন্ড ।
- আইনসভা – পরিবর্তনকালীন জাতীয় আইনসভা
- আয়তন- ৬,৪৪,৩২৯ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,২৭,৭৮,২৫০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
সিয়েরা লিওন
- সিয়েরা লিওন ১৯৬১সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সিয়েরা লিওন প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- ফ্রীটাউন ।
- সরকারি ভাষা – ইংরেজি, বাংলা ।
- মুদ্রার নাম- লিওন ।
- আইনসভা –।
- আয়তন- ৭১,৭৪০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৭০,৭৫,৬৪১ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
লিবিয়া
- লিবিয়া ২৪ ডিসেম্বর ১৯৫১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- লিবিয়া রাজ্য ।
- রাজধানীর নাম- ত্রিপলী ।
- সরকারি ভাষা - আরবি ।
- মুদ্রার নাম- দিনার ।
- আইনসভা – জেনারেল পিপলস কংগ্রেস ।
- আয়তন- ১৭,৫৯,৫৪১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৬,৪৪,২০,০০০জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব লিবিয়া ।
লাইবেরিয়া
- লাইবেরিয়া ২৬ জুলাই ১৮৪৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- লাইবেরিয়ার প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- মনরোভিয়া ।
- সরকারি ভাষা – ইংরেজি ।
- মুদ্রার নাম- লাইবেরিয়ান ডলার।
- আইনসভা – লেজিসলেচার।
- আয়তন- ১,১১,৩৬৯বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৪৫,০৩,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ন্যাশনাল ব্যাংক অব লাইবেরিয়া।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ১৩ আগষ্ট ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- বাংগি ।
- সরকারি ভাষা – সাংগো, ফরাসি ।
- মুদ্রার নাম- মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা – ।
- আয়তন- ৬,২২,৯৮৪ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৪৮,২৯,৭৬৪ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
মৌরিতানিয়া
- মৌরিতানিয়া ২৮ নভেম্বর ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- মৌরিতানিয়ার ইসলামি প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- নুওয়াকশুত ।
- সরকারি ভাষা - আরবি ।
- মুদ্রার নাম- ওগুইয়া ।
- আইনসভা –।
- আয়তন- ১০,৩০,০০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৪১,৮২,৩৪১ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
ইরিত্রিয়া
- ইরিত্রিয়া ১৯৯৩ সালে গণভোটের মাধ্যমে প্রকৃত স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- ইরিত্রিয়া রাজ্য ।
- রাজধানীর নাম- আসমারা ।
- সরকারি ভাষা – আরবি ইংরেজি ।
- মুদ্রার নাম- নাকফা ।
- আইনসভা – ন্যাশনাল অ্যাসেম্বিলি ।
- আয়তন- ১,১৭,৬০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫৬,৭৩,৫২০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ইরিত্রিয়া ব্যাংক ।
নামিবিয়া
- নামিবিয়া ২১ মার্চ ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- নামিবিয়া প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- উইন্ডোহোক ।
- সরকারি ভাষা - ইংরেজি ।
- মুদ্রার নাম- নামিবিয়ান ডলার ।
- আইনসভা –।
- আয়তন- ৮,২৫,৪১৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২১,৭১,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
গাম্বিয়া
- গাম্বিয়া ১৮ ফেব্রুয়ারি ১৯৬৫ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- গাম্বিয়া ইসলামি প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- বাঞজুল ।
- সরকারি ভাষা - ইংরেজি ।
- মুদ্রার নাম- ডালাসি ।
- আইনসভা – ন্যাশনাল অ্যাসেম্বলি ।
- আয়তন- ১০,৬৮৯বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১৮,৮২,৪৫০জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব গাম্বিয়া ।
বতসোয়ানা
- বতসোয়ানা ৩০ সেপ্টম্বর ১৯৬৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- বতসোয়ানা প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- গাবোরোন ।
- সরকারি ভাষা - ইংরেজি।
- মুদ্রার নাম- পোলা ।
- আইনসভা –।
- আয়তন- ৫,৮১,৭৩০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২২,৫০,২৬০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব বতসোয়ানা ।
গ্যাবন
- গ্যাবন ২ নভেম্বর ১৯৫৮ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- গ্যাবনীয় প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- লিব্রভিল ।
- সরকারি ভাষা - ফরাসি ।
- মুদ্রার নাম- মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা – সংসদ ।
- আয়তন- ২,৬৭,৬৬৭ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২১,১৯,২৭৫ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
লেসোথো
- লেসোথো ১৯৬৬ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- লেসোথো রাজ্য ।
- রাজধানীর নাম- মাসেরু ।
- সরকারি ভাষা – সেসোথো, ইংরেজি ।
- মুদ্রার নাম- লোতি ।
- আইনসভা –।
- আয়তন- বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২২,০৩,৮২১ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
গিনি-বিসাউ
- গিনি-বিসাউ ১০ সেপ্টম্বর ১৯৭৪ সালে পুর্তগালের কাছ
- থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- গিনি-বিসাউ প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- বিসাউ ।
- সরকারি ভাষা - পুর্তগিজ ।
- মুদ্রার নাম- পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক ।
- আইনসভা –।
- আয়তন- ৩৬,১২৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১৭,৭০,২৫৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব গিনি-বিসাউ ।
মরিশাস
- মরিশাস ১২ মে ১৯৬৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- যুক্ত মরিশাস দিনপুঞ্জি।
- রাজধানীর নাম- পোর্ট লুইস।
- সরকারি ভাষা – ইংরেজি,ফরাসি ।
- মুদ্রার নাম- মরিশিয়ান রুপি ।
- আইনসভা – জাতীয় পরিষদ ।
- আয়তন- ২,০৪০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১২,৬৫,৪৭৫ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব মরিশাস ।
জিবুতি
- জিবুতি ২৭ জুন ১৯৭৭ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- জিবুতি প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- জিবুত ।
- সরকারি ভাষা – আরবি ফরাসি ।
- মুদ্রার নাম- জিবুতিয়ান ফ্রাঙ্ক ।
- আইনসভা – ন্যাশনাল অ্যাসেম্বলি ।
- আয়তন- ২৩,১২৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮,৬৪,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
কমোরোস
- কমোরোস ৬ জুলাই ১৯৭৫ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- কমোরোস দ্বিপ্পপুঞ্জের ইউনিয়ন ।
- রাজধানীর নাম- মরোনি।
- সরকারি ভাষা - কমোরিয়ান, আরবি, ফরাসি ।
- মুদ্রার নাম- কমোরিয়ান ফ্রাঙ্ক ।
- আইনসভা – অ্যাসেম্বলি অব দ্যা ইউনিয়ন।
- আয়তন- বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৭,৫২,৪৩৮জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
কেপ ভার্দে
- কেপ ভার্দে ৫ জুলাই ১৯৭৫ সালে পুর্তগাল থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- কেপ ভার্দে প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- প্রায়া ।
- সরকারি ভাষা – পুর্তগিজ ।
- মুদ্রার নাম- কাবু ভের্দীয় এস্কুদো ।
- আইনসভা –।
- আয়তন- ৪,০৩৩ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫,৩২,৯১৩ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
সাও টোমে এবং প্রিন্সিপে
- সাও টোমে এবং প্রিন্সিপে ১২ জুলাই ১৯৭৫ সালে পুর্তগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সাও তুমিও প্রিন্সিপির গণতন্ত্রী প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- সাউ তুমি ।
- সরকারি ভাষা – পুর্তগিজ ।
- মুদ্রার নাম- দোব্রা ।
- আইনসভা –।
- আয়তন- ১,০০১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,১১,০২৮ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
সেশেলস
- সেশেলস ২৯ জুন ১৯৭৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সেশেলস প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- ভিক্টোরিয়া ।
- সরকারি ভাষা – ইংরেজি,ফরাসি,সেশেল ক্রেওল।
- মুদ্রার নাম- সেশেল রুপি।
- আইনসভা –।
- আয়তন- বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৯৮,৪৬২ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
- এগুলোই আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম রাজধানী মুদ্রা সহ কিছু তথ্য।
আফ্রিকা মহাদেশের মানচিত্র
আফ্রিকা মহাদেশের মানচিত্র
আফ্রিকা মহাদেশের ইতিহাস
আফ্রিকা মহাদেশের আয়তন ৩,০২,২১,৫৩২ বর্গ কিলোমিটার (১,১৬,৬৮,৫৯৮ বর্গমাইল) এবং এই মহাদেশের জনসংখ্যা ১,২৭,৫৯,২০,৯৭২ জন। ৫৩ টি রাষ্ট্র বা দেশ নিয় এই মহাদেশ গঠিত। তবে এই মহাদেশের মূল ভূখণ্ডে ৪৭ টি দেশ অবস্থিত এবং ৬ দেশ আশেপাশের দ্বীপে অবস্থিত।
আর এই আফ্রিকা মহাদেশকে দুইটি ভাগে ভাগ করেছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। আর এই সাহারা মরুভূমির উত্তরে অবস্থিত অঞ্চলকে বলা হয় উত্তর আফ্রিকা এবং সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত অঞ্চলকে বলা হয় দক্ষিণ আফ্রিকা। আর এই আফ্রিকা মহাদেশের উত্তর অংশ জুড়ে অবস্থিত এই সাহারা মরুভূমি।
সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত অঞ্চলকে আবার সাহারা নিম্ন আফ্রিকাও বলা হয়ে থাকে। আবার সাহারা নিম্ন আফ্রিকাকে আবার অনেকে কৃষ্ণ আফ্রিকাও বলা হয়ে থাকে। এই আফ্রিকা মহাদেশে বিভিন্ন ভাষা, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির, গোত্রের লোকজন বসবাস করে থাকে।
আফ্রিকা মহাদেশকে মানবজাতির আতুড়ঘর ও বলা হয়ে থাকে। কেননা প্রায় পাঁচ হাজার বছর পূর্বে উত্তর-পূর্ব আফ্রিকায় বিশ্বের প্রথম মহান সভ্যতাগুলির একটি মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। এছাড়াও আফ্রিকাতে আরও অনেক সভ্যতা, সংস্কৃতি ও রাজ্যের উত্থান ও পতন ঘটেছে এই মহাদেশে। এই মহাদেশে প্রায় ৩৯০০ এর বেশি ভাষাভাষির মানুষ বসবাস করে।
তথ্য সুত্রে পাওয়া যায় আফ্রিকা মহাদেশে প্রায় ৫০০ টির ও বেশি ধর্ম রয়েছে। আর এই সব ধর্মে মধ্যে আফ্রিকাতে ইসলাম ধর্মে অনুসারী বা মুসলিম বেশি। আফ্রিকার মোট জনসংখ্যার ৪৭% মুসলিম এবং খ্রিষ্টান ৩৯%। তবে আরও ঐতিহ্যবাহী ধর্মে অনুসারীরা আফ্রিকাতে বসবাস করে থাকে।
আফ্রিকার ধনী দেশের নাম
আফ্রিকার ধনী দেশের নাম হল মরিশাস। আর এই মরিশাসই হল আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী উন্নত ও আধুনিক সংস্কৃতির দেশ।
আফ্রিকার গরিব দেশের নাম
আফ্রিকার গরিব দেশের নাম হল দক্ষিণ সুদান। এই দেশটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে গরিব বা দরিদ্র দেশ। এমনকি এই দেশটি পৃথিবীর মধ্যেও অন্যতম দ্রতিদ্র দেশ বা বিশ্বের দরিদ্রতম দেশ হল দক্ষিণ সুদান।
আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি
ছোট বড় অনেক রাষ্ট্রের সমন্বয়ে আফ্রিকা মহাদেশ গঠিত হয়েছে। এই মহাদেশে ৫৩ টি রাষ্ট্র রয়েছে। আর এই ৫৩ টি রাষ্ট্রের মধ্যে আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ হিসেবে স্বীকৃত। এই দেশের মোট আয়তন প্রায় ২.৩৮ মিলিয়ন বর্গ কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি এ সম্পর্কে।
আফ্রিকার সবচেয়ে ছোট দেশের নাম কি?
আফ্রিকার সবচেয়ে ছোট দেশের নাম কি এ সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন, এর উত্তর হল- আফ্রিকাতে যেমন সবচেয়ে বড় দেশ রয়েছে ঠিক তেমন ছোট দেশও রয়েছে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশে বা ক্ষুদ্রতম দেশের নাম হল সিসেলিস। আর এই দেশের আয়তন হল ৪৫৫ বর্গ কিমি এবং এই দেশটি জনসংখ্যার পরিমান প্রায় ১ লক্ষ জন।
শেষ কথা
আজকের আর্টিকেলের মাধ্যমে ইতিমধ্যে আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম সহ আফ্রিকা মহাদেশের দেশগুলোর রাজধানীর নাম, মুদ্রার নাম, আইন সভার নাম সহ বি বিভিন্ন তথ্য বিস্তারিত ভাবে জেনেছেন।
আজকের আর্টিকেলের সকল তথ্য বিভিন্ন ওয়েবসাইট ও বই থেকে নেওয়া হয়েছে এবং কোনো তথ্য যদি আপনার কাছে ভুল বলে প্রমাণিত হয়ে থাকে, তাহলে প্রমাণ সহ সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। সেই সাথে আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আপনার পরিচিতদের নিকট শেয়ার করবেন।
আরও পড়ুন: জেনে নিন চাকরির জন্য সিভি লেখার নিয়ম।
আজকের আর্টিকেলটি অনেক সময় ও ধৈর্য নিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বিভিন্ন ধনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইট www.kanon24.com নিয়মিত ভিজিট করতে পারেন। এতে করে বিভিন্ন ধরনের তথ্য আপনি সহজেই জানতে পারবেন। ধন্যবাদ।
কানন২৪ এর নীতিমালা মেনে মন্তব্য করুন।প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া হয়;
comment url