ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং গুরুত্বপূর্ণ তথ্য
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং সেই সাথে ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন এবং আপনি যদি একজন চাকরি পার্থী কিংবা ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য।
এছাড়াও আজকের আর্টিকেলের মাধ্যমে ইউরোপ মহাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সুতরাং সময় ক্ষেপন না করে সকল তথ্য জেনে নিন বিস্তারিত ভাবে।
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম
পৃথিবীর ৭ টি মহাদেশ বা সাতটি বড় ভূখন্ডের মধ্যে ইউরোপ মহাদেশ অত্যান্ত জনপ্রিয় একটি মহাদেশ বা ভূখন্ড। আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকেন, একেবারে প্রিয় মাতৃভূমি ছেড়ে ইউরোপের যেকোনো একটি দেশে স্থায়ী হতে। অনেকের এই স্বপ্ন পূরণ হয়ে থাকে আবার অনেকেরই এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
এছাড়াও আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা চাকরি পার্থী হয়ে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের আর্টিকেলে আমরা ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও ইউপরোপ মহাদেশের দেশ গুলো নিয়ে সকল গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে। ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম হল-
- সুজারেল্যান্ড
- তুরস্ক
- স্পেন
- স্লোভেনিয়া
- সুইডেন
- স্লোভাকিয়া
- সার মারিনো
- সার্বিয়া
- রাশিয়া
- রোমানিয়া
- পর্তুগাল
- নরওয়ে
- পোল্যান্ড
- নেদারল্যান্ডস
- মন্টিনিগ্রো
- মলদোভা
- মোনাকো
- মাল্টা
- ম্যাসেডোনিয়া
- লুক্সেমবুর্গ
- লিশটেনস্টাইন
- লিথুয়ানিয়া
- লাতভিয়া
- কাজাখস্তান
- ইতালি
- হাঙ্গেরি
- আয়ারল্যান্ড
- আইসল্যান্ড
- গ্রিস
- জার্মানি
- জর্জিয়া
- ফ্রান্স
- ফিনল্যান্ড
- ডেনমার্ক
- ইস্তোনিয়া
- চেক প্রজাতন্ত্র
- সাইপ্রাস
- বুলগেরিয়া
- ক্রোয়েশিয়া
- বসনিয়া ও হার্জেগোভিনা
- বেলজিয়াম
- বেলারুশ
- আলবেনিয়া
- অ্যান্ডোরা
- অস্ট্রিয়া
- আর্মেনিয়া
- আজারবাইজান
- ভ্যাটিকান সিটি
- ইউক্রেন
- যুক্তরাজ্য
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও ইউরোপ মহাদেশের সকল দেশের গুরুত্বপূর্ণ তথ্য
অ্যান্ডোরা
- ১৯৪৫ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- রাষ্টীয় নাম- প্রিন্সিপালিটি অব অ্যান্ডোরা ।
- রাজধানীর নাম- অ্যান্ডোরা লা ভেল্যা।
- রাষ্ট্রভাষা- কাতালান ।
- মুদ্রার নাম- ইউরো ।
- আয়তন- ৪৬৭.৬৩ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮৩,৮৮৮ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক– ।
অস্ট্রিয়া
- অস্ট্রিয়া ১৯৫৫ স্বাধীনতা লাভ করে।
- রাষ্টীয় নাম- অষ্ট্রীয় প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- ভিয়েনা।
- রাষ্ট্রভাষা- জার্মান।
- মুদ্রার নাম- ইউরো ।
- আইনসভা – সংসদ বা পার্লামেন্ট।
- আয়তন- ৮৩,৮৫৫ বর্গ কিঃমিঃ। ।
- জনসংখ্য- ৮৮,২৩,০৫৪জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক– অস্ট্রিয়া ন্যাশনাল ব্যাংক ।
বেলজিয়াম
- বেলজিয়াম ১৮৩০ সালে স্বাধীনতা লাভ করে।
- রাষ্টীয় নাম- রাজতন্ত্রী বেলজিয়াম ।
- রাজধানীর নাম- ব্রাসেলস ।
- রাষ্ট্রভাষা- ওলন্দাজ, ফরাসি এবং জার্মানি।
- মুদ্রার নাম- ইউরো ।
- আইনসভা – ফেডারেল পার্লামেন্ট ।
- আয়তন- বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১০,৪১৪,৩৩৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক– ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়াম।
ডেনমার্ক
- ডেনমার্ক ৫ মে ১৯৪৫ স্বাধীনতা লাভ করে।
- রাষ্টীয় নাম- ডেনমার্ক সম্রাজ্য ।
- রাজধানীর নাম- কোপেনহেগেন ।
- রাষ্ট্রভাষা- ডেনীয় ।
- মুদ্রার নাম- ডেনিশ ক্রোন ।
- আইনসভা – ফলকেটিং।
- আয়তন- ৪৩,০৯৮ বর্গ কিঃমিঃ। ।
- জনসংখ্য- ৫,৪৫১,৮২৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক–।
ফিনল্যান্ড
- ৬ ডিসেম্বর ১৯১৭ সালে স্বাধীনতা ঘোষণা করে এবং ৩ জানুয়ারী ১৯১৮ সালে স্বকৃতি পায়।
- রাষ্টীয় নাম- ফিনল্যান্ড প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- হেলসিঙ্কি ।
- রাষ্ট্রভাষা- ফিনীয় বা ফিনিস, সুয়েডীয় ।
- মুদ্রার নাম- ইউরো ।
- আইনসভা – সংসদ বা পার্লামেন্ট ।
- আয়তন- ৩,৩৮,১৪৫ বর্গ কিঃমিঃ। ।
- জনসংখ্য- ৫৫,৩৬,১৪৬জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক– ব্যাংক অব ফিনল্যান্ড।
ফ্রান্স
- রাষ্টীয় নাম- ফারাসি প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- প্যারিস।
- রাষ্ট্রভাষা- ফরাসি ।
- মুদ্রার নাম- ইউরো।
- আইনসভা – সংসদ বা পার্লামেন্ট ।
- আয়তন- ৬,৪০,৬৭৯ বর্গ কিঃমিঃ। ।
- জনসংখ্য- ৬,৭১,৫৮,০০০জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক– দ্যা ব্যাংক অব ফ্রান্স ।
জার্মানি
- রাষ্টীয় নাম- সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি ।
- রাজধানীর নাম- বার্লিন ।
- রাষ্ট্রভাষা- জার্মান ।
- মুদ্রার নাম- ইউরো ।
- আইনসভা – ফেডারেল অ্যাসেম্বলি।
- আয়তন- ৩,৫৭,৩৮৬ বর্গ কিঃমিঃ। ।
- জনসংখ্য- ৮২,৮০০,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক– ওয়েন্দার্স বার্গ।
- হিটলার জার্মানির চ্যান্সেলর হন- ৩০ জানুয়ারি ১৯৩৩ সালে।
- হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম- গেস্টাপো।
- ১৯৪৫ সালে(পূর্ব ও পশ্চিম) দুই ভাগে জার্মানি বিভক্ত হয়।
গ্রিস
- ৩ ফেব্রুয়ারি ১৮৩০ সালে স্বাধীনতা লন্ডনের প্রোটোকলে স্বীকৃত পায় ।
- রাষ্টীয় নাম- হেলেনিক প্রজাতন্ত্রী গ্রীস ।
- রাজধানীর নাম- এথেন্স ।
- রাষ্ট্রভাষা- গ্রিক।
- মুদ্রার নাম- ইউরো ।
- আইনসভা – গ্রিক সংসদ ।
- আয়তন- ১,৩১,৯৮০ বর্গ কিঃমিঃ। ।
- জনসংখ্য- ১০,৪,৩২,৪৮১ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক– ব্যাংক অব গ্রিস।
রাশিয়া
- সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৯৯১ সালে রাশিয়া প্রতিষ্ঠিত হই ।
- রাষ্টীয় নাম- রাশিয়া ফেডারেশন ।
- রাজধানীর নাম- মস্কো ।
- রাষ্ট্রভাষা- রুশ ।
- মুদ্রার নাম- রুবেল/রবল ।
- আইনসভা – ফেডারেল সভা।
- আয়তন- ১,৭০,৯৮,২৪২ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১৪,৩৯,৭৫,৯২৩ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্টাল ব্যাংক অব দ্যা রাশিয়ান ফেডারেশন ।
ইউক্রেন
- সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ২৪ আগষ্ট ১৯৯১ সালে ইউক্রেন রাষ্ট্র প্রতিষ্ঠিত হই ।
- রাষ্টীয় নাম- ইউক্রেন বা উক্রাইনা ।
- রাজধানীর নাম- কিয়েভ ।
- রাষ্ট্রভাষা- ইউক্রেনীয় ।
- মুদ্রার নাম- হ্রিভনিয়া ।
- আইনসভা – ফেডারেল অ্যাসেম্বলি ।
- আয়তন- ৬,০৩,৬২৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৪,১১,৬৭,৩৩৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেন।
মলদোভা
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- রাষ্টীয় নাম- মালদোভা প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- কিশিনাউ।
- রাষ্ট্রভাষা- রোমানীয় ।
- মুদ্রার নাম- মালদোভান লেউ ।
- আইনসভা – সংসদ বা পার্লামেন্ট।
- আয়তন- ৩৩,৮৪৩.৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,৫৯,১০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক– ন্যাশনাল ব্যাংক অব মলদোভা।
বেলারুশ
- ২৬ ডিসেম্বর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- রাষ্টীয় নাম- বেলারুশ প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- মিন্স্ক ।
- রাষ্ট্রভাষা- বেলারুশীয় ।
- মুদ্রার নাম- বেলারুশীয়ান রুবল ।
- আইনসভা – ন্যাশনাল অ্যাসেম্বলি ।
- আয়তন- ২,০৭,৫৯৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৯,৪৯,৮৭০জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
জর্জিয়া
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- রাষ্টীয় নাম- ।
- রাজধানীর নাম- তিবিলিসি।
- রাষ্ট্রভাষা- জর্জীয় ।
- মুদ্রার নাম- ল্যারি ।
- আইনসভা – সংসদ বা পার্লামেন্ট।
- আয়তন- ৬৯,৪২০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,৭২৯,৫০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – জর্জিয়া ন্যাশনাল ব্যাংক ।
আর্মেনিয়া
- আর্মেনিয়া ১৯১৮সালে তুরস্কর কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- প্রজাতন্ত্রী আর্মেনিয়া।
- রাজধানীর নাম- ইয়েরেভান ।
- রাষ্ট্রভাষা- আর্মেনীয় ভাষা ।
- মুদ্রার নাম- দ্রাম ।
- আইনসভা – ন্যাশনাল অ্যাসেম্বলি।
- আয়তন- ২৯,৮০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,০১৮,৮৫৪ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
আজারবাইজান
- আজারবাইজান ৩০ আগষ্ট ১৯৯১সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- প্রজাতন্ত্রী আজারবাইজান ।
- রাজধানীর নাম- বাকু ।
- রাষ্ট্রভাষা- আজারবাইজানী ।
- মুদ্রার নাম- মানাত ।
- আইনসভা – ন্যাশনাল অ্যাসেম্বিলি ।
- আয়তন- ৮৬,৬০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৯,৯১১,৬৪৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ।
তুরস্ক
- রাষ্টীয় নাম- প্রজাতন্ত্রী তুরস্ক।
- রাজধানীর নাম- আঙ্কারা
- রাষ্ট্রভাষা- তুর্কি।
- মুদ্রার নাম- তুর্কি লিরা।
- আইনসভা – গ্রান্ড ন্যাশনাল আসেম্বলি।
- আয়তন- ৭,৮৩,৩৫৬ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮,৩৬,১৪,৩৬২ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অফ দ্যা রিপাবলিক অব তুর্কিয়ে
চেক প্রজাতন্ত্র
- চেক প্রজাতন্ত্র ১ জানুয়ারি ১৯৯৩ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- চেক রিপাবলিকা বা চেক প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- প্রাগ ।
- রাষ্ট্রভাষা- চেক ।
- মুদ্রার নাম- চেক কোরুনা ।
- আইনসভা – সংসদ বা পার্লামেন্ট ।
- আয়তন- ৭৮,৮৭১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১০,৭০১,৭৭৭ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – চেক ন্যাশনাল ব্যাংক ।
হাঙ্গেরি
- রাজধানীর নাম- বুদা পেস্ট ।
- রাষ্ট্রভাষা- হাঙ্গেরীয় ভাষা ।
- মুদ্রার নাম- ফোরিন্ট ।
- আইনসভা –।
- আয়তন- ৯৩,০৩০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১০,০৬,৪০০ জন প্রায় ।
লিশটেনস্টাইন
- লিশটেনস্টাইন সর্বশেষ ৮ মে ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- প্রিন্সিপ্যালিটি অব লিচটেনস্টাইন ।
- রাজধানীর নাম- ফাডুৎস ।
- রাষ্ট্রভাষা- জার্মান ।
- মুদ্রার নাম- সুইস ফ্রা ।
- আইনসভা –।
- আয়তন- ১৬০বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩৪,৫২১ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
পোল্যান্ড
- রাষ্টীয় নাম- পোল্যান্ড প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- ওয়ারস ।
- রাষ্ট্রভাষা- পোলীয়।
- মুদ্রার নাম- জোলটি ।
- আইনসভা – সীম।
- আয়তন- ৩,১২,৬৭৯ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,৮৫,৩৩,২৯৯ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক –।
স্লোভাকিয়া
- স্লোভাকিয়া ২৮ অক্টবর ১৯১৮ সালে অস্ট্রীয়া ও হাঙ্গেরীর কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং ১ জানুয়ারি ১৯৯৩ সালে চেকো স্লোভালিয়া চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া বিভক্ত হয়ে যায়।
- রাষ্টীয় নাম- স্লোভাকিয়া প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- ব্রাইসলাভা।
- রাষ্ট্রভাষা- স্লোভাক/ স্লোভেনীয় ।
- মুদ্রার নাম- ইউরো।
- আইনসভা – ন্যাশনাল কাউন্সিল/ সংসদ ।
- আয়তন- ২০,২৭১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২১,০০,১২৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ন্যাশনাল ব্যাংক অব স্লোভাকিয়া ।
সুইজারল্যান্ড
- ১৬৪৮ সালে রোমান সম্রাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অব সুইজারল্যান্ড ।
- রাজধানীর নাম- ব্রেন ।
- রাষ্ট্রভাষা- জার্মানি, ফারাসি, ইতালীয়, রোমানশ ।
- মুদ্রার নাম- সুইস ফ্রাংক ।
- আইনসভা – ফেডারেল অ্যাসেম্বলি ।
- আয়তন- ৪১ হাজার ২৮৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮.৭০৩ মিলিয়ন জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সুইস ন্যাশনাল ব্যাংক ।
ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি
ইউরোপ মহাদেশে সর্বমোট সার্বভৌম রাষ্ট্র বা দেশ রয়েছে ৫০টি। এই মহাদেশের ৫০টি দেশের মধ্যে শুধু মাত্র ভ্যাটিকান সিটি ছাড়া ৪৯টি দেশ জাতিসংঘের সদেস্য এবং এই মহাদেশের ২৭টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদেস্য। ইউরোপ মহাদেশ পৃথিবীর ভূখন্ডের দ্বিতীয় ক্ষুদ্রতম ভূখন্ড বা মহাদেশ।
এই মহাদেশের মট আয়তন হল ১,০১,৮০,০০০ বর্গকিলোমিটার প্রায় এবং ইউরোপ মহাদেশের মোট জনসংখ্যা হল ৭৩৯–৭৪৩ মিলিয়ন জনসংখ্যা প্রায়। এই মহাদেশে পৃথিবীর সবচেয়ে বড়দেশ বা বৃহত্তম ও ছোট বা ক্ষুদ্রতম দেশের অবস্থান। বৃহত্তম দেশের নাম- রাশিয়া ও ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।
ইউরোপের ধনী দেশের তালিকা
প্রিয় পাঠক, ইতিমধ্য ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিয়েছেন। কিন্তু ইউরোপ মহাদেশ সম্পর্কে আমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জমা হয়ে থাকে, সেই প্রশ্ন গুলোর মধ্যে অন্যতম হল ইউরোপের ধনী দেশের তালিকা বা ইউরোপের ধনী দেশ গুলো সম্পর্কে জানা। ইউরোপের ধনী দেশ গুলো হল-
- লুক্সেমবার্গ দেশটি ইউরোপ মহাদেশের সবচেয়ে ধনী দেশ। এই দেশের মাথাপিছু আয়-$122,100 মার্কিন ডলার। এই দেশটিকে ইউরোপের রাজধানীও বলা হয়।
- ইউরোপের দ্বিতীয় ধনী দেশ হল আয়ারল্যান্ড। এই দেশটির মাথাপিছু আয় হল- $114,900 মার্কিন ডলার।
- ইউরোপের তৃতীয় ধনী দেশ হল সুইজারল্যান্ড। এই দেশটির মাথাপিছু আয় হল- $87,000 মার্কিন ডলার।
- ইউরোপের চতুর্থ ধনী দেশ হল নরওয়ে। এই দেশটির মাথাপিছু আয় হল- $82,000 মার্কিন ডলার।
- ইউরোপের পঞ্চম ধনী দেশ হল সান মারিনো। এই দেশটির মাথাপিছু আয় হল- $78,000 মার্কিন ডলার।
ইউরোপের গরিব দেশের তালিকা
ইউরোপের গরিব দেশের তালিকা গুলো হল-
- ইউরোপের সবচেয়ে গরিব দেশ হল মলদোভা। এই দেশটির মাথাপিছু আয় হল- $4,400 মার্কিন ডলার।
- ইউরোপের দ্বিতীয় গরিব দেশ হল ইউক্রেন। এই দেশটির মাথাপিছু আয় হল- $4,600 মার্কিন ডলার।
- ইউরোপের তৃতীয় গরিব দেশ হল কসোভো। এই দেশটির মাথাপিছু আয় হল- $5,200 মার্কিন ডলার।
- ইউরোপের চতুর্থ গরিব দেশ হল জর্জিয়া। এই দেশটির মাথাপিছু আয় হল- $5,700 মার্কিন ডলার।
- ইউরোপের পঞ্চম গরিব দেশ হল আলবেনিয়া। এই দেশটির মাথাপিছু আয় হল-$6,000 মার্কিন ডলার।
ইউরোপ মহাদেশের মানচিত্র
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি বিস্তারিতভাবে পড়ার মধ্যে ইতিমধ্যে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম গুলো সহ ইউরোপ মহাদেশ ও এই মহাদেশের বিভিন্ন দেশ সম্পর্কে বিস্তারিত সকল ধরনের তথ্য ইতিমধ্যে জেনেছেন।
আরও পড়ুন: জেনে নিন বাংলাদেশের বিভাগ কয়টি কি কি।
আজকের আর্টিকেলের সকল তথ্য বিভিন্ন ওয়েবসাইট ও বই থেকে নেওয়া হয়েছে এবং কোনো তথ্য যদি আপনার কাছে ভুল বলে প্রমাণিত হয়ে থাকে, তাহলে প্রমাণ সহ সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। সেই সাথে আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আপনার পরিচিতদের নিকট শেয়ার করবেন।
আজকের আর্টিকেলটি অনেক সময় ও ধৈর্য নিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বিভিন্ন ধনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইট www.kanon24.com নিয়মিত ভিজিট করতে পারেন। এতে করে বিভিন্ন ধরনের তথ্য আপনি সহজেই জানতে পারবেন। ধন্যবাদ।
কানন২৪ এর নীতিমালা মেনে মন্তব্য করুন।প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া হয়;
comment url