রাসেল'স ভাইপার কামড়ালে করণীয় সম্পর্কে জেনে নিন
রাসেল'স ভাইপার কামড়ালে করণীয় এবং সেই সাথে রাসেল'স ভাইপার সাপে কামড়ানোর লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের আর্টিকেলে। সুতরাং আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি শুধু মাত্র আপনার জন্য।
সেই সাথে আজকের আর্টিকেলে আরও আলোচনা করা হয়েছে রাসেল'স ভাইপার কামড়ানো এড়ানোর উপায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের আর্টিকেলে। সুতরাং সময় ক্ষেপন না করে বিস্তারিত তথ্য জেনে নিন।
ভূমিকা
রাসেল'স ভাইপার বর্তমানে আমদের দেশে খুবই আলোচিত একটি নাম। কেননা রাসেল'স ভাইপার বিষধোর সাপ গুলোর মধ্যে অন্যতম একটি। এই রাসেল'স ভাইপার সাপকে আমাদের দেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও বেশ পরিচিত। এই সাপটি সম্প্রতি সময়ে বাংলাদেশের বিভিন্ন জাইগায় প্রায় দেখা যাচ্ছে এবং সেই সাথে অনেক সময় মানুষদের দংশনও করছে।
সচারাচর যেসব সাপ আমাদের দেশে দেখা যায় সেগুলোর মধ্যে অন্যতম বিষাক্ত সাপ হল এই রাসেল'স ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। এই সাপ এতোটাই মারাক্ত যে, এই সাপে যদি কোনো ব্যক্ত্যিকে দংশন করে তাহলে এর বিষের প্রভাবে মানুষ্য শরীরের অঙ্গহানির মতো জটিলতাও তৈরি হতে পারে।
এছাড়াও এই সাপের বিষের প্রভাবে ক্রমাগত রক্ত পাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু জটিলতা, চোখে ঝাপসা দেখা সহ বিভিন্ন রকেমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এই সাপে কামড়ালে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকৎসকের পরামর্শ নিতে। তবেই এই থেকে পরিত্রাণ পাওয়া যাবে।
আজকের আর্টিকেলে রাসেল'স ভাইপার কামড়ালে কি হতে পারে এবং রাসেল'স ভাইপার কামড়ালে করণীয় সহ রাসেল'স ভাইপার সাপের বিভিন্ন তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সাপের কামড় এড়াতে করণীয়
বেশ কিছু সচেতনতা অবলম্বনের মাধ্যমে এই রাসেল'স ভাইপার সাপের কামড় এড়ানো যেতে পারে কিন্তু নিয়তিতে যদি থাকে সাপ আপনাকে আপনাকে কামড়াবে সেক্ষেত্রে বিষটি আলাদা। তবে সব সময় সব বিষয়ে সতর্ক থাকাই ভালো। তাহলে চলুন জেনে নিই রাসেল'স ভাইপার সাপের কামড় এড়াতে করণীয়গুলো সম্পর্কে-
- প্রথম সর্তকতা হল এই রাসেল'স ভাইপারের মতো বিষধর সাপ যেসব এলাকায় দেখা গেছে সেসব এলাকায় চলাফেরা না করা এবং প্রয়োজনে চলাফেরা করতে হলে খুবই সতর্ক থাকতে হবে।
- বিশেষ করে ক্ষেতে বা খামারে এই সাপ থাকতে পারে সেক্ষেত্রে সচেতনতার সহিত নিজের কাজ গুলো সম্পূর্ণ করতে হবে। এর জন্য আপনি যখন ক্ষেতে কাজ করবেন তখন প্রয়োজনে গাম বোড, প্যান্ট, ফুল শার্ট এবং হাতে গ্লাপস ব্যবহার করে নিজের কাজ গুলো করতে পারেন।
- এছাড়াও কৃষি জমি, ঝোপঝাড় এবং লম্বা লম্বা ঘাসের পাশ দিয়ে হাটার সময়ও সতর্ক থাকুন।
- কোনো রকম গর্তের মধ্যে হাত বা পা ঢুকাবেন না।
- বিশেষ করে রাতে চলাফেরার সময় টর্চ লাইট ব্যবহার করতে হবে।
- সব সময় বাড়ির চারপাশে পরিষ্কার রাখবেন।
- বাড়িতে পশু পাখি থাকলে অবশ্যই সেগুলো সাবধানে রাখবেন ।
- আপনি চাইলে কার্বলিক এসিড বোতলে করে আপনার বাড়ির চারপাশে রাখতে পারেন এতে করে সাপ আসবেনা। কেননা কার্বলিক এসিডের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারেনা।
- জ্বালানির জন্য ব্যবহৃত লাড়কি বা খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
রাসেল'স ভাইপার সাপে কামড়ানোর লক্ষণ
রাসেল'স ভাইপার সাপে কামড়ালে বা দংশন করলে বেশ কিছু লক্ষণ দেখা যায়। সেগুলো হল-
- রাসেল'স ভাইপারের মতো বিষাক্ত সাপে কামড়ালে বা দংশন করলে আপনার শরীরের অঙ্গগুলো অঙ্গহানীও হয়ে যেতে পারে।
- এই সাপের দংশনের ফলে ক্ষতস্থানের সৃষ্টি হয়ে রক্তপাত ঘটতে পারে।
- রাসেল'স ভাইপারের কামড়ের ফলে অনেক সময় রক্ত জমাট বাঁধতেও পারে।
- রাসেল'স ভাইপারের বিষ মারাক্ত যার ফলে স্নায়ুর সমস্যা হতে পারে।
- রাসেল'স ভাইপার কামড়ালে এর বিষের প্রভাবে চোখ ঘোলাটে হয়ে যায় বা চোখ ঝাপসা হয়ে যায়। এছাড়াও বমি বমি ভাব সহ বিভিন্ন সমস্যা হতে পারে।
রাসেল'স ভাইপার কামড়ালে করণীয়
আপনাকে যদি রাসেল'স ভাইপার সাপ কামড়ায় সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে তাহলে এর থেকে পরিত্রাণ পাবেন। নিয়ম গুলো হল-
- রাসেল'স ভাইপার কামড়ালে সর্বপ্রথমে আপনাকে আতঙ্কিত হওয়া যাবেনা। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করতে হবে। রাসেল'স ভাইপার কামড়ালে করণীয় গুলোর মধ্যে অন্যতম এটি।
- রাসেল'স ভাইপার সাপ আপনাকে যদি কামড় দেয় বা দংশন করে সেই ক্ষেত্রে যে স্থানে সাপটি দংশন করেছে সেই স্থানটি নড়াচড়া করা যাবেনা।
- এই সাপ যদি আপনার পায়ে কামড়ায় সেক্ষেত্রে আপনাকে বসে যেতে হবে এবং হাটা যাবেনা আর যদি হাতে কামড়ায় সেক্ষত্রে হাত নড়াচড়া করা যাবেনা। কেননা হাত বা পায়ের নড়াচড়ার ফলে শরীরের রক্তের সাথে বিষ দ্রুত মিশে যাবে।
- আক্রান্ত স্থানটি অবশ্যই জীবানুনাশক সাবনা দিয়ে পরিষ্কার করতে হবে। রাসেল'স ভাইপার কামড়ালে করণীয় গুলোর মধ্যে একটি।
- যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে কৃত্রিম শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে।
- আপনাকে যদি রাসেল'স ভাইপার সাপ কামড় দেই সেক্ষত্রে অবশ্যই ক্ষত স্থানে কোনো প্রকার সুই ফোটাবেনা এবং কাটবেন না কিংবা অন্য কোনো প্রলেপ লাগাবেন না।
- রাসেল'স ভাইপারে কামড়ালে দ্রুত আপনার শরীর থেকে ঘড়ি, অলঙ্কার বা গয়না, তাবিজ সহ ধাতব সকল প্রকার বস্তু খুলে ফেলুন।
- আপনাকে যদি রাসেল'স ভাইপারের মতো বিষাক্ত সাপে কামড়ায় সেক্ষেত্রে অযথা ওঝা বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। কেননা এখন আর তেমন ভালো কবিরাজ নেই বললেই চলে।
- রাসেল'স ভাইপার কামড়ালে যত দ্রুত সম্ভব নিকস্থ হাসপাতালে চলে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন। রাসেল'স ভাইপার কামড়ালে করণীয় গুলোর মধ্যে এটি অন্যতম।
- রাসেল'স ভাইপার সহ সকল প্রকার সাপের বিষের প্রতিষেধক বা এন্টিবেনম আপনার নিকটস্থ হাসপাতালে পেয়ে যাবেন বিনা মূল্যে।
রাসেল'স ভাইপার সাপের ছবি
এটিই রাসেল'স ভাইপার সাপের ছবি
রাসেল'স ভাইপার কামড়ালে কি হয়
প্রিয় পাঠক, আপনি যদি আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে থাকেন, তাহলে ইতিমধ্যে জেনে গেছেন যে, রাসেল'স ভাইপার কামড়ালে কি হয়। তবে আপনি যদি আজকের আর্টিকেলের উপরের অংশটি পড়ে না থাকেন তাহলে অনুগ্রহ করে পড়ে নিবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মাধ্যমে রাসেল'স ভাইপার কামড়ালে করণীয় সহ রাসেল'স ভাইপার সাপ সহ বিভিন্ন তথ্য ইতিমধ্যে জেনে গেছেন। সুতরাং আপনি বা আপনার পরিচিত কাউকে এই বিষাক্ত রাসেল'স ভাইপার কামরায় তাহলে আর্টিকেলে বর্ণিত উপরের নিয়ম গুলো মেনে চলুন এবং সেই সাথে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে এন্টিভেনম দিয়ে নিন।
আজকের আর্টিকেলটি পড়ার মধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অনুগ্রহ করে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। আমাদের আকজের আর্টিকেলের কোনো তথ্য যদি আপনার নিটক ভুল প্রমাণিত হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে সঠিক তথ্য সহ আমাদের সাথে যোগাযোগ করুন।
সেই সাথে আজকের আর্টিকেলটি আপনার মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সকল ধরনের তথ্যপতে আমাদের ওয়েবসাইট www.kanon24.com নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।
কানন২৪ এর নীতিমালা মেনে মন্তব্য করুন।প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া হয়;
comment url