চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করতে হয়

চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করতে হয় ? এ সম্পর্কে আপনি জানতে আগ্রহী তাহলে আজকের আর্টিক্যালটি শুধু মাত্র আপনার জন্য। সুতরাং চ্যাটজিটিপির ChatGPT সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমি আপনাকে জানানোর চেষ্টা করব।চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করতে হয়এছাড়াও চ্যাটজিটিপি ChatGpt কি এবং চ্যাটজিটিপি ChatGpt কিভাবে কাজ করে এবং চ্যাটজিটিপি ChatGpt কিভাবে ব্যবহার করতে হয় এসব তথ্যসহ বিভিন্ন ধরেনের গুরুত্বপূণ্য তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আজকের এই আর্টিক্যালে। সুতরাং সময় ক্ষেপন না করে চলুন জেনে নেই বিস্তারিত তথ্য।

ভূমিকা

মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি হল ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এবং ইঞ্জিন বা মেশিন বা যন্ত্র। প্রথমটি আমাদের জীবনকে অনেক আরামদায়ক করে দিয়েছে এবং দ্বিতীয়টি আমাদের জীবনকে করেছে মজাদার। তাহলে চলুন জেনে নিই চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করতে হয় ?  

বিজ্ঞানের অগ্রযাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা ব্যবহার করে চ্যাটজিটিপি ChatGpt তার সকল প্রকার কার্যসম্পাদন করে থাকে।সম্প্রতি চ্যাটজিটিপি ChatGpt তুমুল আলোচনা সৃষ্টি করে ফেলেছ। 

চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করতে হয় 

চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করার নিয়ম গুলো  সম্পর্কে জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নিই চ্যাটজিটিপি ChatGpt কি বা কাকে বলে এ সম্পর্কে-

চ্যাটজিটিপি ChatGPT সম্পর্কে বলতে গেলে সাধারণ ভাবে বলা যায় যে, চ্যাটজিটিপি একধরণের রোবটিক সার্চ ইঞ্জিন, যার সাথে চ্যাটিং করা যায়। আমরা যেমন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে একে অপরের সাথে কথা বলি বা তথ্য আদান-প্রদান করি, ঠিক অনুরূপভাবে এই চ্যাটজিটিপিতেও চ্যাট করা যায়।

এই চ্যাটজিটিপি অন্যান্য সার্চ ইঞ্জিনের মতো কাজ করে। কিন্তু এটার মজার ব্যাপার হল যে, চ্যাটজিটিপিতে কোনো প্রশ্ন করলে বা কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে চ্যাটজিটিপি ChatGPT কোনো ধরণের লিংক প্রদান না করে সরাসরি উত্তর দিয়ে দেয়।

এই ChatGPT চ্যাটজিটিপির উল্লেখযোগ্য উদাহরণ হল- এর মাধ্যমে সকল প্রকার আবেদন পত্র,চিঠি,রচনা,কবিতা,গান ইত্যাদি লিখে নেওয়া যায়।

চ্যাটজিটিপি ChatGPT মানে কি

চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করতে হয়  এ সম্পর্কে জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নিই চ্যাটজিটিপি ChatGPT মানে কি এ সম্পর্কে-

চ্যাটজিটিপি ChatGpt মানে হল এটি একটি স্বয়ংক্রিয় প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামিং ভাষা ভিত্তিক একটি সিস্টেম বা প্রোগ্রাম।যেটি AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।এই সিস্টেম মানুষের করা সকল প্রশ্ন বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে অতি দ্রুত উত্তর প্রদান করে থাকে। এই চ্যাটজিটিপি Open AI দ্বারা উন্নত করা হয়েছে।

ChatGPT এর পূর্ণরূপ হল- Chat Generative Pre-Trained Transformer.
চ্যাটজিপিটি হল- চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার।

চ্যাটজিটিপি ChatGPT কিভাবে কাজ করে

চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করতে হয়  এ সম্পর্কে জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নিই চ্যাটজিটিপি ChatGPT যেভাবে কাজ করে এ সম্পর্কে-

চ্যাটজিটিপি ChatGPT হল একধরণের সার্চ ইঞ্জিন যার মাধ্যমে যেকোনো তথ্য অতি দ্রুত নির্ভুল ভাবে জানা যায়। চ্যাটজিটিপি ChatGPT যখন কোনো ব্যক্তি কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞেসা করে তাহলে এই চ্যাটজিটিপি ChatGPT ইন্টরনেটে থাকা সকল তথ্যভান্ডার বিশ্লেষণ করে অতি দ্রুত নির্ভুল ভাবে তথ্য প্রদান করে থাকে।

চ্যাটজিটিপি ChatGPT মানুষের মতো চিন্তা-ভাবনা,বিচার-বিশ্লেষণ, পরিকল্পনা ও বুদ্ধিমত্তা দিয়ে যেকোনো কাজ সম্পূর্ণ করে থাকে।এছাড়াও মানুষ যেভাবে কথা বলে এই চ্যাটজিটিপি ChatGPT ও ঠিক অনুরূপভাবে কথা বলতে পারে।

চ্যাটজিটিপির ChatGPT সুবিধা ও অসুবিধা

চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করতে হয়  এ সম্পর্কে জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নিই চ্যাটজিটিপির ChatGPT সুবিধা এবং অসুবিধা সম্পর্কে-

চ্যাটজিটিপির ChatGPT সুবিধা-

চ্যাটজিটিপির ChatGPT নির্ভুল ভাবে কাজ করে: চ্যাটজিটিপি ChatGPT AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একেবারে নির্ভুল ভাবে প্রচুর পরিমান তথ্য তথ্যভান্ডার বিশ্লেষণ করে অতি দ্রুত প্রদান করতে সক্ষম।

চ্যাটজিটিপির ChatGPT কার্যক্ষমতা: চ্যাটজিটিপি ChatGPT AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বিশাল তথ্য-ভান্ডার বিশ্লেষণ করে দ্রুত সময়ে নির্ভুল ভাবে যেকোনো প্রশ্ন বা জিজ্ঞেসার উত্তর দিতে সক্ষম।

চ্যাটজিটিপির ChatGPT ভাষা অনুবাদ করতে পারে: চ্যাটজিটিপি ChatGPT AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন ভাষায় কথা বলা মানুষদের মধ্যে যোগাযোগ আরো সহজ করে দেয়। কেননা এই প্রযুক্তি প্রায় সব ভাষায় অনুবাদ করতে পারে।

চ্যাটজিটিপির ChatGPT বিষয়বস্তু তৈরি করতে পারে: চ্যাটজিটিপির ChatGpt AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গ্রহকের চাহিদা অনুযায়ী, বিভিন্ন আবেদনপত্র,চিঠি,রচনা,কবিতা,গান প্রবন্ধসহ যেকোনো বিষয়ে নিমিষেই লিখে দিতে পারে।

আরও পড়ুন: অ্যালগরিদম (Algorithm) কি? অ্যালগরিদম অজানা তথ্য।

এগুলো ছাড়াও চ্যাটজিটিপি ChatGPT AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক কাজ করতে পারে যা বলে শেষ করা প্রায় অসম্ভব।

চ্যাটজিটিপির ChatGPT অসুবিধা-

চ্যাটজিটিপির ChatGPT গোপনীয়তা বজায় রাখতে সমস্যা সৃষ্টি করে: চ্যাটজিটিপি্র ChatGPT AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রচুর পরিমানে ব্যক্তিগত ডাটাসহ সকল প্রকার ডাটা সংগ্রহ করতে পারে সেই সাথে সংরক্ষণ করতেও পারে, তাই যেকোনো সময় চাইলেই এর অপব্যবহার করা যেতে পারে।

চ্যাটজিটিপি ChatGPT ভুল তথ্য প্রদান করে বিভ্রান্ত সৃষ্টি করে: চ্যাটজিটিপি ChatGPT AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে দেখা যায় অনেক সময় ভুল উত্তর প্রদান করে। যার ফলে একে অপরের সাথে ভুল বুঝাবুঝির মতো ঘটনাও ঘটতে পারে।

চ্যাটজিটিপি ChatGPT নিরাপত্তা জনিত সমস্যা সৃষ্টি করে:চ্যাটজিটিপি ChatGPT AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রচুর পরিমানে ব্যক্তিগত ডাটাসহ সকল প্রকার ডাটা সংগ্রহ করতে পারে সেই সাথে সংরক্ষণ করতেও পারে, যার জন্য যেকোনো সময় অনৈতিক কর্মকান্ড পরিচালনা করা যায়।

চ্যাটজিটিপির ChatGPT সিস্টেমে জবাব দিহিতার অভাব রয়েছে: চ্যাটজিটিপি্র ChatGPT AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের কমান্ড ছাড়ায় কাজ করার মতো ক্ষমতা রাখে।যার ফলে কোনো ভুল ত্রুটি করে ফেললেও তেমন কিছু করার থাকেনা।

চ্যাটজিটিপির ChatGPT সিস্টেম চাকরিহীন করে দিতে পারে:চ্যাটজিটিপি ChatGPT AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রায় সকল কাজ অত্যান্ত দ্রুত সময়ের মধ্যে সঠিক ও নিখুত ভাবে নিজের নিজেস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে ব্যবহার করে সকল কাজ সম্পাদন করতে পারে। তাই বেকারত্ব বেড়ে অর্থনৈতিক বৈষম্য হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করেছেন।

এগুলো ছাড়াও বেশ কিছু অসুবিধা আছে এই AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কার্যসম্পাদনকারি প্রযুক্তি ChatGPT চ্যাটজিটিপির ।

চ্যাটজিটিপি ChatGPT ব্যবহারের নিয়ম

চ্যাটজিটিপি ChatGpt ব্যবহার করতে চাইলে সর্বপ্রথম আপনাকে  https://chat.openai.com/auth/login  এই লিংকে বা গুগল সার্চে গিয়ে লিখতে হবে Open AI ChatGPT লিখে ওয়েব সাইটে ভিজিট করতে হবে।
তারপর সাইন আপ Sing Up এ ক্লিক করে একটি একাউন্ট তৈরী করে নিতে হবে । 

অবশ্যই ভেরিফাইড ইমেইল আইডি ও ফোন নাম্বার দিয়ে একাউন্টটি ভেরিফাইড করে নিবেন।তাহলেই আপনার চ্যাটজিটিপি ChatGpt একাউন্টটি তৈরি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন চ্যাটজিটিপি ChatGPT ব্যবহারের নিয়ম।

শেষ কথা

ইতিমধ্যে আমরা AI এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চ্যাটজিপিটি ChatGPT যেভাবে কাজ করে বা চ্যাটজিটিপি ChatGpt কি এবং কিভাবে ব্যবহার করতে হয় ?  তা আমরা জেনেছি।এছাড়াও চ্যাটজিপিটি ChatGPT সম্পর্কে অনেক জানা অজানা বিষয়বস্তু সম্পর্কেও জেনেছি।

এই আর্টিক্যালটি পড়ার মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আপনার পরিচিতদের নিকট অনুগ্রহ করে শেয়ার করে দিবেন। তাহলে তারাও আপনার মতো উপকৃত হতে পারবে। এতো কষ্ট ,ধৈর্য ও আপনার মূল্যবান সময় দিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণভাবে পড়ার জন্য এবং শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।

আর আপনি যদি সকল বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কানন২৪ এর নীতিমালা মেনে মন্তব্য করুন।প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া হয়;

comment url